Fuggerei Rent: বছরে মাত্র ৮৮ টাকা, তাতেই নিশ্চিন্ত আশ্রয়, ৫০০ বছর ভাড়া বাড়েনি এখানে
আজকের দিনে ফ্ল্যাট কেনা মুখের কথা নয়। ভাড়াবাড়িতে থাকতেও মোটা টাকা চলে যায় প্রতি মাসে। কিন্তু মুদ্রাস্ফীতির এই যুগেও এমন একটি জায়গা রয়েছে পৃথিবীতে, যেখানে বছরে মাত্র ৮৮ টাকা দিলেই নিশ্চিন্তে হাত-পা ছড়িয়ে থাকা সম্ভব। ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজার্মানির ফুগাহায় এমনই নিশ্চিন্ত আশ্রয়স্থল হয়ে উঠেছে। মিউনিখ থেকে গাড়িতে এক ঘণ্টা সময় লাগে ফুগাহায় পৌঁছতে। সেখানে পৃথিবীর প্রাচীনতম হাউজিং কমপ্লেক্স রয়েছে, যেখানে থাকতে বছরে ৮৮ টাকা দিলেই চলে। পিক্সাবে
১৫২১ সাল থেকে, গত ৫০০ বছরে ফুগাহায় ভাড়া বাড়েনি বলে জানা দিয়েছে। কিন্তু কেন এমন ব্যতিক্রম? এর নেপথ্যেও রয়েছে কাহিনি। পিক্সাবে
ফুগাহার প্রতিষ্ঠাতা হলেন জেকব ফুগাহা। দরিদ্র মানুষদের জন্য সহজলভ্য মাথা গোঁজার আশ্রয় গড়ে দেওয়াই ছিল তাঁর লক্ষ্য। সেই মতো নামমাত্র ভাড়ায় আশ্রয়প্রদান শুরু করেন। আজও সেই রীতিই চলে আসছে। পিক্সাবে
বর্তমানে ফুগাহা ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগের প্রধান অ্যাস্ট্রিড গেবলার। তিনি জানিয়েছেন, সাধারণ মানুষ যাতে ঋণমুক্ত হয়ে বাঁচতে পারেন, তার জন্যই এই পরিকল্পনা গ্রহণ করেছিলেন ফুগাহা। দরিদ্র হলেও, যাতে মাথাগোঁজার ছাদটুকু থাকে, লক্ষ্য ছিল তাঁর। পিক্সাবে
তবে গেলেই ফুগাহায় থাকতে পারবেন, এমন নয়। এক্ষেত্রে কিছু নিয়ম-কানুন রয়েছে। অন্তত দু’বছর অগসবার্গে থাকতে হবে আপনাতে। ভাড়াটেদের সকলের ক্যাথলিক হওয়া বাধ্যাতামূলক। দিনে তিন বার ফুগাহা পরিবারের মঙ্গলকামনায় প্রার্থনাও করতে হবে। ফ্রিপিক
ভাড়া মিটিয়ে দিলেই হল, আর কিছু দায়িত্ব সামলাতে হবে না, এমনও নয়। ফুগাহায় থাকতে হলে আবাসিকদের সঙ্গে অন্য কাজেও হাত লাগাতে হবে। পালা করে রাতে পাহারা দেওয়া, বাগান পরিচর্যা রয়েছে তার মধ্যে। ফ্রিপিক
রাত ১০টায় ফুগাহা আবাসনের মূল ফটক বন্ধ হয়ে যায়। তার আগে ঢুকে পড়তে হবে ঘরে। কোনও কারণে যদি দেরি হয়, তাহলে পাহারাদারের হাতে ৫০ টাকা জরিমানা দিয়ে ঢুকতে হবে। ফ্রিপিক
ফুগাহার সব আবাসনগুলি একই রকম দেখতে। এমনকি দরজাও একই রকমের। তাই সড়গড় হতে সময় লাগে। তবে প্রত্যেক আবাসনে ঢোকার ক্ষেত্রে ডোরবেল আলাদা। তাই সেই আওয়াজ শুনেই নিজের ঘর চিনতে হবে। ফ্রিপিক
মাত্র ৫২টি বাড়ি দিয়ে প্রথম ওই সোসাইটি তৈরি হয়, তার পর থেকে ক্রমশ বিস্তার ঘটেছে। একটি টাউন স্কোয়্যার এবং একটি গির্জাও রয়েছে। বর্তমানে ১৪০টি অ্যাপার্টমেন্ট রয়েছে। প্রতিবছর বহু মানুষ সেখানে থাকতে চেয়ে আবেদন জানান। ফ্রিপিক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -