Vietnam Dolche Hotel: থালাবাসন, দরজা, সুইমিং পুল, সোনায় মোড়া সবকিছুই, এশিয়াতেই রয়েছে এই হোটেল
ঐশ্বর্য, বৈভবের সঙ্গে খামখেয়ালিপনাও মাথাচাড়া দেয়। যে কারণে কেউ বাড়ির শৌচাগারই মুড়ে দেন সোনায়। সোনা-রুপোর থালা-বাসন ছাড়া খাবার মুখে ওঠে না কারও কারও। কিন্তু সোনায় মোড়া আস্ত হোটেলের কথা শুনেছেন কি? ছবি: হোটেল ডলচের ওয়েবসাইট থেকে সংগৃহীত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআশ্চর্য ঠেকলেও ভিয়েতনামে এমনই একটি হোটেল রয়েছে, যা ২৪ ক্যারাট সোনার পাতে মোড়া। ভিয়েতনামের হ্যানয়-তে, সবুজে ঘেরা হ্রদের ধারে The Dolce নামের বিলাসবহুল হোটেলটি অবস্থিত। ছবি: হোটেল ডলচের ওয়েবসাইট থেকে সংগৃহীত।
শুধুমাত্র হোটেলের বাইরের অংশ নয়, ভিতরের দরজা, দেওয়াল, এমনকি অন্দরসজ্জার সামগ্রীতেও সোনার পাত বসানো রয়েছে। সেই সোনার পাত বসানো সামগ্রীর উপর আলো পড়ে তা ঝকঝকে মার্বেলের মেঝেতেও প্রতিফলিত হয়। ছবি: হোটেল ডলচের ওয়েবসাইট থেকে সংগৃহীত।
ওই হোটেলে ৩৪২টি ঘর রয়েছে। শৌচাগারে বসানো বাথটব পর্যন্ত সোনার পাতে মোড়া। তবে সোনায় মোড়া হোটেল বলেই আকাশছোঁয়া ভাড়া নয়। বরং সাধ্যের মধ্যেই খরচ। ছবি: হোটেল ডলচের ওয়েবসাইট থেকে সংগৃহীত।
হোটেলের ছাদে ইনফিনিটি পুল রয়েছে। সেখানে সাঁতার কেটে সূর্যাস্ত দেখেন অনেকেই। ওই সুইমিং পুলের টাইলসে পর্যন্ত ২৪ ক্যারাট সোনার পাত বসানো রয়েছে। ছবি: হোটেল ডলচের ওয়েবসাইট থেকে সংগৃহীত।
ক্যান্টনিজের পাশাপাশি ফ্রেঞ্চ খাবারেরও সমাহার রয়েছে ওই হোটেলে। অতিথিদের খাবার পরিবেশনও করা হয় সোনায় মোড়া থালা-বাসনে। ছবি: হোটেল ডলচের ওয়েবসাইট থেকে সংগৃহীত।
হোটেলের ঘরগুলিতেও আভিজাত্যের ছোঁয়া রয়েছে। যথেষ্ট বড় ঘরগুলি। ছাদ থেকে দেওয়াল, সোনার পাত বসানো রয়েছে প্রত্যেকটি ঘরেই। ছবি: হোটেল ডলচের ওয়েবসাইট থেকে সংগৃহীত।
হোটেলের শৌচাগার হার মানায় রাজপ্রাসাদকেও। সোনার পাত বসানো বাথটব, আয়নার চারিদিকেও বসানো রয়েছে সোনার পাত। স্টিম বাথের জন্য পৃথক জায়গা রয়েছে। ছবি: হোটেল ডলচের ওয়েবসাইট থেকে সংগৃহীত।
ভিয়েতনামের এই The Dolce হোটেলটি পাঁচতারা। সবমিলিয়ে হোটেলটি তৈরি করতে প্রায় ২০ কোটি ডলার খরচ হয়েছে। ছবি: হোটেল ডলচের ওয়েবসাইট থেকে সংগৃহীত।
ঘরের দেওয়ালে সোনার পাত বসানো বাড়াবাড়ি, অযথা খরচ বলে যদিও মত অনেকেরই, কিন্তু সোনায় মোড়া হোটেলে কয়েক রাত কাটানোর হাতছানি উপেক্ষা করতে পারেন না অনেকেই। ছবি: হোটেল ডলচের ওয়েবসাইট থেকে সংগৃহীত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -