G20 Summit: রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন রাষ্ট্রনেতাদের, খালি পায়ে মোদি-সুনক
নয়া দিল্লিতে হয়ে গেল G20 সম্মেলন। সম্মেলনের শেষদিনে দিল্লিতে রাজঘাটে মহাত্মা গাঁধীর স্মৃতিবেদিতে সম্মান জ্ঞাপন করলেন নানা দেশের রাষ্ট্রপ্রধানরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি শ্রদ্ধাজ্ঞাপন করেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ বাকি সবাই।
ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তইপ আর্দোয়ান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতারেস, বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, WHO প্রধান টেড্রস অ্যাডানমও এদিন সম্মান জানান রাজঘাটে।
স্মৃতিবেদির চারপাশে সবাই একসঙ্গে দাঁড়িয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। প্রত্যেক রাষ্ট্রনেতাদের নাম করে ফুলের স্তবক ছিল।
বেশ কিছু নীরবতা পালন করে প্রার্থনা করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। ফুলের মালায় সাজানো হয়েছিল রাজঘাট।
জি ২০-র মঞ্চে প্রধানমন্ত্রীর নেমপ্লেটের পর রাজঘাটে মোদির পুষ্পার্ঘ্যতেও ইন্ডিয়ার বদলে ভারত। লেখা হল, 'প্রাইম মিনিস্টার অফ দ্য রিপাবলিক অফ ভারত। 'রিপাবলিক অফ ইন্ডিয়া' নয়, 'রিপাবলিক অফ ভারতে'র প্রধানমন্ত্রীর তরফে পুষ্পার্ঘ্য।
রাজঘাটে মহাত্মা গাঁধীকে শ্রদ্ধাজ্ঞাপন রাষ্ট্রনেতাদের। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে উত্তরীয় পরিয়ে তাঁকে স্বাগত জানান নরেন্দ্র মোদি।
জো বাইডেনকে সঙ্গে করে নিয়ে আসতে দেখা যায় নরেন্দ্র মোদিকে। তাঁদের সঙ্গেই ছিলেন বাকি দেশের রাষ্ট্রপ্রধানরাও। হাঁটতে হাঁটতে মোদি ও বাইডেনকে আলাপচারিতায় মগ্ন হতেও দেখা যায়।
রাজঘাট থেকে ফেরার সময় ঋষি সুনককে দেখা যায় মোদির সঙ্গে কথা বলতে। পাশাপাশি একসঙ্গে হেঁটে আসেন মোদি, বাইডেন, সুনক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -