Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
G20 Summit 2023:রবি-ভোরে অক্ষরধাম মন্দিরে সস্ত্রীক ঋষি সুনক
জি-২০ শীর্ষবৈঠকের ফাঁকে সময় বের করে মন্দির-দর্শন করতে চান, এমন ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন। যেমন ভাবা, তেমনই কাজ। রবিবার ভোরের দিকে সস্ত্রীক অক্ষরধাম মন্দিরে পৌঁছে গেলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্ত্রী অক্ষতা মূর্তি পরেছিলেন সালোয়ার কামিজ। ঋষি-অক্ষতার নিরাপত্তার জন্য মন্দির চত্বর-সংলগ্ন এলাকা জুড়ে আঁটসাঁট সুরক্ষা বলয় তৈরি করা হয়।
ব্রিটেনের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অক্ষরধাম মন্দির কর্তৃপক্ষ যে তৈরি, সে কথা আগেই জানিয়েছিল তারা।
প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর এটিই প্রথম ভারত-সফর ঋষি সুনকের। সে দিক থেকে বিশেষত্ব ছিলই। তা ছাড়া নিজের 'হিন্দু' পরিচয় নিয়ে আগেও রাখঢাকহীন ভাবে কথা বলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।
অগাস্টের মাঝামাঝি কেমব্রিজ ইউনিভার্সিটি ক্যাম্পাসে 'রামকথা' শুনতে গিয়েছিলেন ঋষি। বলেছিলেন, 'আজ আমি প্রধানমন্ত্রী নয়, একজন হিন্দু হিসেবে এসেছি।'
G20 শীর্ষবৈঠকের ফাঁকেও যে তাঁর মন্দিরদর্শনের ইচ্ছা রয়েছে, সে কথা গোপন করেননি ব্রিটেনের প্রধানমন্ত্রী। বলেন, 'সঙ্গে বলেন, 'হিন্দু পরিচয় নিয়ে আমি গর্বিত। এভাবেই বড় হয়েছি, এটাই আমি। আসা করব, আগামী যে কয়েকদিন এখানে রয়েছি তার মধ্যে মন্দির-দর্শনে যেতে পারব।'
সেই মতো রবিবার ভোরে রবিবার ভোরবেলা অক্ষরধাম মন্দির-দর্শনে গিয়েছিলেন তিনি। পুজো দিয়ে সোজা পৌঁছে যান রাজঘাটে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তাঁর যে 'অসীম শ্রদ্ধা' রয়েছে, সে কথাও শনিবারই নির্দ্বিধায় জানিয়েছিলেন ঋষি।শনিবার, জি-২০ শীর্ষবৈঠকের পাশেই প্রধানমন্ত্রী মোদি এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী আলাদা করে কথা বলেন। এবার অক্ষরধাম-দর্শন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -