I.N.D.I.A: সমন্বয় কমিটিতে তারুণ্যে জোর, চূড়ান্ত স্লোগান, আগামী মাসে দিল্লিতে জনসভা বিরোধীদের
বছর ঘুরলেই লোকসভা ভোট। একজোট দেশের বিরোধীদলগুলি। দুদিন ধরে মুম্বইয়ে হল তারই বৈঠক। হাজির হয়েছিলেন শরিক দলগুলির শীর্ষনেতৃত্ব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুম্বইতে বিরোধীদের মেগা বৈঠকে সমন্বয় কমিটি তৈরি, প্রচার কমিটি তৈরি, সোশাল মিডিয়ার জন্য় ওয়ার্কিং গ্রুপ তৈরি হয়েছে।
পাশাপাশি তৃতীয় দফার এই বৈঠকে মিডিয়ার জন্য় ওয়ার্কিং গ্রুপ,রিসার্চের জন্য় ওয়ার্কিং গ্রুপ গঠন, 'INDIA' জোটের স্লোগান তৈরি হয়েছে।
এই সমন্বয় কমিটিতে জোর দেওয়া হয়েছে তারুণ্যের উপর। ১৪ জনের সমন্বয় কমিটি তৈরি হয়েছে।
তরুণ মুখের মধ্যে রয়েছেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিহারের উপ মুখ্যমন্ত্রী ও RJD নেতা তেজস্বী যাদব।
আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা।ন্যাশনাল কনফারেন্সের সহ সভাপতি ওমর আবদুল্লার মতো তরুণ মুখ।
এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, 'জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া' এই স্লোগানকে সামনে রেখে আগামী দিনে প্রচার করা হবে। তবে লোগো কী হবে, তা এদিনের বৈঠকে চূড়ান্ত হয়নি।
সূত্রের খবর ইন্ডিয়া জোটের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রাথমিক পর্যায়ে পাটনা, দিল্লি, চেন্নাই,গুয়াহাটি, নাগপুর এই ৫ জায়গায় জোটের জনসভা হবে।২ অক্টোবর দিল্লির রাজঘাটে জনসভার সিদ্ধান্ত। বিরোধী জোট 'ইন্ডিয়া'র পরের বৈঠক হবে দিল্লিতে।
দুর্নীতি ঘিরে এখন আবর্তিত হচ্ছে ভারতের রাজনীতি। শাসক বনাম বিরোধী দু পক্ষের হাতিয়ার দুর্নীতি। মোদির পাল্টা দুর্নীতি ইস্যুকেই এবার হাতিয়ার করল বিরোধীদের জোট 'INDIA'
এদিন বৈঠক শেষে কংগ্রেস নেতা রাহুল গাঁধী বলেন, ‘বৈঠক ফলপ্রসূ। ইন্ডিয়া জোট বিজেপিকে সহজেই হারিয়ে দেবে। দুর্নীতির সঙ্গে যুক্ত প্রধানমন্ত্রী ও বিজেপি, প্রকাশ্যে আনবে ইন্ডিয়া জোট।’
- - - - - - - - - Advertisement - - - - - - - - -