Cyclone Tauktae: ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড মুম্বই, আজ রাতেই গুজরাতে আছড়ে পড়বে তওতে
শক্তিশালী থেকে অতি শক্তিশালী, তীব্রতা বাড়িয়ে গুজরাত উপকূলের দিকে ছুটে আসছে ঘূর্ণিঝড় তওতে। আজ রাতেই ওই উপকূলে আছড়ে পড়বে তওতে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। এদিন সকালে মুম্বই উপকূলের পূর্ব-মধ্য আরব সাগরে অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি। এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে প্রায় ১৮৫ কিলোমিটার। মনে করা হচ্ছে ঝড়ের অভিমুখ গুজরাতের পোরবন্দর ও মাহবুবার(ভাবনগর) মাঝে। কী অবস্থায় রয়েছে ঘূর্ণিঝড়টি। পরিস্থিতি মোকাবিলায় কী কী পদক্ষেপ প্রশাসনের দেখে নেওয়া যাক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসূত্রের খবর, মহারাষ্ট্রের সাইক্লোন পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের সঙ্গে সোমবার কথা বলেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের তরফে সমস্ত সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি এবং গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, দমন-দিউ-এর লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী।
সোমবার দুপুরে IMD মুম্বই-এ অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে । পাশাপাশি এও জানানো হয়েছে, দিনভর একাধিক জায়গায় ১২০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। সাধারণ মানুষকে বাইরে বেরনোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানানো হয়েছে অতিভারী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে তওকে
আইএমডির শেষ বুলেটিনে জানানো হয়েছে, সকালে মুম্বই উপকূল থেকে ১৬০ কিলোমিটার দূরে ছিল তওতে। তবে আজ রাতেই গুজরাত উপকূলে তীব্র গতিতে আছড়ে পড়বে তওতে।
মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ বিমানবন্দরের বিমান পরিষেবা বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। প্রথমে জানানো হয়েছিল সকাল ১১ থেকে দুপুর ২ টো পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে। তবে এরপর প্রথমে সেটি বাড়িয়ে বিকেল ৪টে এবং শেষে সন্ধে ৬টা অবধি করা হয়েছে।
ভারতীয় নৌসেনা বাহিনী ইতিমধ্যেই মুম্বই উপকূলে তিনটি জাহাজ মোতায়েন করেছে। এটি কমপক্ষে ৪১০কে উদ্ধার করতে পারবে। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে জাহাজগুলি। পাশাপাশি উদ্ধাকারী অন্যান্য জাহাজ ও বিমানও কমঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধার অভিযানের জন্য প্রস্তুত রয়েছে।
সূত্রের খবর, ইতিমধ্যেই ১২,৪২০ মানুষকে সিন্ধুদ্বার, রত্নগিরির মতো ক্ষতিপ্রবণ জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত ৭৯.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে শহরে।
ইতিমধ্যেই জলমগ্ন মুম্বইয়ের একাধিক এলাকা। মুম্বই এবং থানেতে ছোট বড় মিলিয়ে প্রায় ৩০টি গাছ উপড়ে গিয়েছে। বেশকিছু বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। মালদ, কান্দিভালি, দহিসার, আন্ধেরি, সান্তক্রুজ-সহ একাধিক সাবওয়ে জলমগ্ন হয়েছে।
সবমিলিয়ে জারি চূড়ান্ত সতর্কতা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -