Australian Players Returns Home: উদ্বেগের মধ্যেই অবশেষে দেশে ফিরলেন স্মিথ-ম্যাক্সওয়েল-কামিন্সরা
করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে আইপিএল মাঝপর্বেই স্থগিত হয়ে গিয়েছে। তারপর থেকেই দেশে ফেরা নিয়ে উদ্বেগে ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটারেরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅবশেষে সোমবার অস্ট্রেলিয়ায় ফিরতে পারলেন স্টিভ স্মিথরা।
করোনা ভাইরাসের জেরে আইপিএল স্থগিত হওয়ার প্রায় দুই সপ্তাহ পরে দেশে ফিরল অস্ট্রেলিয়ার ৩৮ জন ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফের দল।
সোমবার সকালে মলদ্বীপ থেকে সিডনি পৌঁছেছেন প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিংরা।
সরকারি বিধি নিষেধের বাধা এড়িয়ে মলদ্বীপ থেকে বিশেষ বিমানে নিজের দেশে ফিরেছেন প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিং, সাইমন কাটিচ, মার্কাস স্টোইনিসরা।
নিউ সাউথ ওয়েলস সরকারের তরফে মলদ্বীপ থেকে সিডনি পৌঁছনো ক্রিকেটারদের কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে।
মলদ্বীপে বেশ কিছুদিন আইসোলেশনে থাকতে হয়েছে প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের। তাই অস্ট্রেলিয়ায় তাঁদের জন্য নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। ছবি সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -