Independence Day: উড়ছে জাতীয় পতাকা! 'হর ঘর তেরঙ্গা'-য় চাহিদা আকাশছোঁয়া
স্বাধীনতার ৭৫ বছর! অন্যান্য বারের থেকে এবার উদযাপনের মেজাজ তাই অনেক ক্ষেত্রেই আলাদা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযেমন--জাতীয় পতাকার চাহিদা। পরিসংখ্যান বলছে, এবার জাতীয় পতাকার চাহিদা যে পরিমাণ বেড়েছে তা গত বেশ কয়েক বছরে দেখতে পাওয়া যায়নি। সৌজন্যে সরকারের 'হর ঘর তেরঙ্গা' উদ্যোগ।
হালে একটি সার্কুলার জারি করে কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বলেছিল, সাধারণ মানুষের মনে দেশাত্মবোধ তৈরি করতে এবং জাতীয় পতাকার ব্যাপারে তাঁদের আরও বেশি শ্রদ্ধাশীল করে তুলতে 'হর ঘর তেরঙ্গা' উদ্যোগ নেওয়া হয়েছে।
বিভিন্ন কর্পোরেট সংস্থা ও পিএসইউ-র আধিকারিকরা জানান, এই উদ্যোগ সফল করতে বিশেষ পদক্ষেপ করেছেন তাঁরা।
সরকারের এই উদ্যোগে সাড়াও মিলেছে এবার। তাবড় রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শাহরুখ খানের মতো বলি-তারকা, বাড়িতে জাতীয় উত্তোলনের নতুন রেকর্ড তৈরি হয় এবার। মুম্বইয়ে সেই উদযাপনেরই খণ্ডচিত্র।
উদযাপনের ছবি অন্য শহরেও।
জবলপুরে পতাকা হাতে নদী পেরোতে দেখা গেল অনেককে।
সংস্কৃতিমন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত 'হর ঘর তেরঙ্গা' সাইটে ৫ কোটিরও বেশি সেলফি উঠেছে যাকে দুরন্ত সাফল্য বলে মনে করছে তারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -