Hiroshima Day 2023:আকাশের বুক চিড়ে নেমে এসেছিল 'লিটল বয়', জ্বালিয়ে দিয়েছিল হিরোশিমাকে...আজ ফিরে দেখার দিন
১৬ জুলাই, ১৯৪৫। 'ট্রিনিটি টেস্ট' সফল হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দাপটে টলোমলো পৃথিবী অবশ্য সে খবর তখনও জানেনি। তবে ওই ঘটনার ঠিক ২১ দিন পর যা ঘটেছিল, তা মনে করে আজও শিউরে ওঠে গোটা বিশ্ব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজাপানের হিরোসিমা শহর। কোনও কিছু বোঝার আগেই প্রায় ৪ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঝলসে গিয়েছিল শহরের বুক। মুহূর্তের মধ্যে খন্ডহরে পরিণত হয় হিরোশিমা। সৌজন্যে? পরমাণু বোমা। আমেরিকার গোপন গবেষণার ফসল, ট্রিনিটি টেস্টের দাপট।
৬ অগাস্টের সেই দিনটি আজও ভুলতে পারেনি জাপান। ভোলেনি বিশ্বও। হিরোশিমার উপর যে পরমাণু বোমা নিক্ষেপ করা হয়েছিল, তার শক্তি ছিল ১৬ কিলোটন টিএনটির।
হামলার পর ব্যাঙের ছাতার মতো যে মেঘ তৈরি হয়, তার উচ্চতা ছিল ১৬ কিলোমিটার। তথ্য় বলছে, পরমাণু হামলার দাপটে সেই বছর শেষ হওয়া পর্যন্ত ১ লক্ষ ৪০ হাজার মানুষের প্রাণ গিয়েছিল হিরোশিমায়।
রবিবার, বিশ্বের প্রথম পরমাণু হামলার সেই ভয়ঙ্কর স্মৃতির কথা ফের স্মরণ করল জাপান।
হিরোশিমার মেয়রের আর্জি ছিল, দ্রুত পরমাণু শক্তি-মুক্ত একটি পৃথিবী তৈরি হোক। যদিও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা মনে করালেন, যে ভাবে ভূ-রাজনৈতিক জটিলতা বাড়ছে তাতে পরমাণু শক্তির বিপদ মুক্ত পৃথিবীর সম্ভাবনা খুবই কম।
রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেজও দিনটি উপলক্ষ্যে বলেন, 'বিশ্বনেতারা এই শহর পরিদর্শন করেছেন, সৌধগুলিতে এসেছেন, হামলার পর যাঁরা বেঁচেছিলেন তাঁদের সঙ্গে কথাও বলেছেন। এসবের মাধ্যমে পরমাণু নিরস্ত্রীকরণের লক্ষ্যে আরও দৃঢ় ভাবে এগিয়ে গিয়েছেন তাঁরা।'
১৯৪৫ সালের ৬ অগাস্ট, ঠিক সকাল ৮.১৫ মিনিট নাগাদ হিরোশিমার বুকে নেমে এসেছিল 'লিটল বয়।'সেই মুহূর্তের কথা মনে রেখে 'পিস বেল' বাজানো হয় এদিন। ভয়ঙ্কর যন্ত্রণা পেয়ে যাঁরা চলে গিয়েছেন, স্মরণ করা হয় তাঁদের কথা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -