IBM Layoffs: কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আইবিএমের, কাজ হারাতে পারেন ৩৯০০ কর্মী
এবার কর্মী ছাঁটাই হবে আইবিএমে। সম্প্রতি এমনটাই ঘোষণা করেছে আইবিএম কর্তৃপক্ষ। ব্যাপক সংখ্যায় কর্মীরা কাজ হারাবেন এই ছাঁটাইয়ের প্রভাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশোনা গিয়েছে, আইবিএম কোম্পানি থেকে ৩৯০০ কর্মীকে ছাঁটাই করা হবে। নিজেদের ওয়ার্ক ফোর্সের ১.৫ শতাংশকে এক ধাক্কায় সরাতে চলেছে এই সংস্থা।
রয়টার্সের রিপোর্ট অনুসারে, আইবিএম সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার James Kavanaugh জানিয়েছেন, এখনও তাদের সংস্থা ক্লায়েন্ট ফেসিং রিসার্চ এবং উন্নতির জন্য নিয়োগের ক্ষেত্রে আগ্রহী রয়েছে।
তবে আইবিএমে কর্মী ছাঁটাই হলেও জানা যায়নি যে কোন কোন বিভাগ থেকে প্রথম ধাপের কর্মী ছাঁটাই হবে। এ বিষয়ে আইবিএম কর্তৃপক্ষ কিছু ঘোষণা করেনি।
সম্প্রতি ব্যাপক হারে ছাঁটাই হয়েছে গুগলেও (Google Layoffs)। টেক জায়ান্ট এই সংস্থা থেকে ১২ হাজার কর্মীর চাকরি হারানো সম্ভাবনা রয়েছে।
আবার শোনা গিয়েছে যে, গুগল থেকে আরও অনেক কর্মী চাকরি খোয়াতে পারেন। গত ২০ জানুয়ারি ১২,০০০ কর্মীকে ছাঁটাই করার ঘোষণা করেছিল কোম্পানি।
বর্তমানে গুগল সর্বাধিক কর্মী ছাঁটাইয়ের কোম্পানিতে পরিণত হয়েছে। সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, কোম্পানির বৃদ্ধি ও কাজের উন্নতির জন্য এই কর্মী ছাঁটাইয়ের প্রয়োজন ছিল।
গুগলের তরফে স্টাফ মেমোয় জানানো হয়েছে,নিয়োগ সংক্রান্ত মানে হিউম্যান রিসোর্স, কর্পোরেট ফাংশন,ইঞ্জিনিয়ারিং ও প্রোডাক্ট টিম থেকে এই কর্মী ছাঁটাই করা হবে।
শোনা যাচ্ছে, মার্কিন মুলুকের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও গুগল সংস্থায় কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়বে। কয়েক মাস ধরে গুগলের ছাঁটাইয়ের বিষয়ে কথা চলছিল। এরপরই নেওয়া হয় সিদ্ধান্ত।
সম্প্রতি শোনা গিয়েছে, অ্যামাজন কর্তৃপক্ষ ২০০০- এর বেশি সংখ্যক কর্মীকে নতুন করে নোটিস পাঠিয়েছে। এর থেকেই অনুমান, আরও কর্মী ছাঁটাই হবে অ্যামাজনে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -