Himachal Landslide:বর্ষণের জেরে ভূমিধস, তছনছ হিমাচল প্রদেশ
মুষলধারে বৃষ্টি, সঙ্গে ভূমিধসে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। এখনও পর্যন্ত যা পরিসংখ্যান তাতে ২৪ জনেরও বেশি প্রাণ গিয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা যে ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করে দিয়েছে, সে কথাও বলেন শাহ।
মৃতদের পরিবারের জন্য প্রার্থনা করে সোশ্য়াল মিডিয়ায় বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই মুহূর্তে শিমলাতেই যা ছবি ধরা পড়েছে, তা শিউরে ওঠার মতো।
হিমাচলের রাজ্য়পাল শিবপ্রতাপ শুক্লা এবং মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখখু বিপর্যস্ত একাধিক এলাকা পরিদর্শন করেন।
পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট আসে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরও। জানান, প্রাণ বাঁচানোই এই মুহূর্তে মূল লক্ষ্য সরকারের। তা ছাড়া যাঁরা ধসে আটকে পড়েছেন, তাঁদেরও উদ্ধারের প্রাণপণ চেষ্টা করছেন সকলে।
মেঘভাঙা বৃষ্টির জেরে ভূমিধসে সোলান জেলায় ৭ জন, সিমলা মন্দিরের কাছে ৯ জন এবং মান্ডি জেলায় অন্তত ৭ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে।
ধসের নিচে অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের।
হড়পা বানে অনেকে ভেসে যাচ্ছেন, এমন ছবিও ধরা পড়েছে বহু ভিডিওয়। সব মিলিয়ে দিকে দিকে ধ্বংসের পরিস্থিতি। উদ্ধার ও ত্রাণের কাজে রাত-দিন ব্যস্ত বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -