Cyclone Michaung Update: মিগজাউমের প্রভাবে ওলটপালট চেন্নাই, স্তব্ধ গোটা শহর
মিগজাউমের প্রভাবে লণ্ডভণ্ড তামিলনাড়ু। উত্তর তামিলনাড়ু উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম, আর তার প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির দাপটে স্তব্ধ চেন্নাই এবং লাগোয়া এলাকার জনজীবন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইতিমধ্যেই IMD আগামী ২৪ ঘণ্টায় চেন্নাই ও লাগোয়া এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে। ফলে উদ্বেগ বেড়েছে বাসিন্দার, চিন্তায় স্থানীয় প্রশাসনও
৫ ডিসেম্বর, দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে নেল্লোর ও মছলিপত্তনমের মাঝখান দিয়ে পেরোবে ঘূর্ণিঝড় মিগজাউম, এমনটাই জানিয়েছে IMD
প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত চেন্নাই। জল জমে আটকে পড়েছেন বহু বাসিন্দা। তাঁদের উদ্ধারে নেমেছে সেনা। ভারতীয় সেনার ১২টি মাদ্রাজ ইউনিট মুগালিভক্কম এবং মানাপক্কম থেকে উদ্ধার করেছে একাধিক বাসিন্দাকে।
বৃষ্টির জেরে শুধু শহরের জনজীবনই স্তব্ধ হয়েছে এমনটা নয়। চেন্নাই বিমানবন্দরেও জল জমে গিয়েছে। তার জন্য একাধিক বিমান
চেন্নাইয়ে এমন জল জমেছে যে একাধিক সাবওয়ে জলের তলায়। এমন বহু রাস্তা রয়েছে যেখানে কার্যত কোমর পর্যন্ত জল দাঁড়িয়ে রয়েছে।
তামিলনাড়ু, পন্ডিচেরির একাধিক এলাকায় লাল ও কমলা সতর্কতা জারি হয়েছিল আগেই। পূর্বাভাস মেনেই ভারী বৃষ্টি হয়েছে এইসব এলাকায়।
এবার উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম এলাকায় ৪ ও ৫ ডিসেম্বর অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এই পরিস্থিতিতে তামিলনাড়ুর কুড্ডালোর বন্দরে ঝড়ের পূর্বাভাস জারি করা হয়েছে। তার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
মিগজাউমের ধাক্কায় ইতিমধ্যেই মৃত্যুর ঘটনা ঘটেছে। চেন্নাইয়ে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের দাপটে এখনও পর্যন্ত ১১৮ টি ট্রেন বাতিল করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -