Kashmir Earthquake:ভূমিকম্পে কাঁপল কাশ্মীর, আংশিক ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিকাঠামো
ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। রিখটার স্কেলে মঙ্গলবারের কম্পনের মাত্রা ছিল ৫.৪। কম্পনের জেরে স্কুল থেকে শুরু করে বেশ কয়েকটি সরকারি পরিকাঠামো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমঙ্গলবারের ভূকম্পে শুধু কাশ্মীর নয়, দিল্লি-এনসিআর অঞ্চলও কেঁপে ওঠে। কম্পন অনুভূত হয়েছে উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলে।
এদিন দুপুর দেড়টা নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। জন্মু ও কাশ্মীরের 'দোদা' জেলার প্রত্যন্ত গ্রাম 'গান্দো ভালেসা'-য় এর উৎসস্থল।
পাঠানকোট থেকে ৯৯ কিলোমিটার উত্তরে উৎপত্তিস্থল ছিল ভূমিকম্পের। হিমাচল প্রদেশ, পঞ্জাব, চন্ডীগড়েও এই কম্পন অনুভূত হয়।
হঠাৎ সমস্ত কিছু কাঁপতে শুরু করায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। ভয়ে কাঁদতে শুরু করে স্কুলপড়ুয়ারাও।
পাকিস্তানের লাহৌরেও কম্পন টের পাওয়া গিয়েছে বলে খবর।
গত মাসে একই রকম কম্পন অনুভূত হয়েছিল দিল্লিতে। সে বার ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তান।
তবে এদিনের ভূমিকম্পে চেনাব অঞ্চলের বেশ কিছু পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। তার পরই আতঙ্কে স্থানীয়রা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -