Akhilesh Yadav Wife: সোওয়া লক্ষ টাকার কম্পিউটার-হিরে, অখিলেশ-পত্নী ডিম্পলের রয়েছে এমনই সব মহার্ঘ জিনিস
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গেই রাজনীতিতে সক্রিয় তাঁর স্ত্রী ডিম্পল যাদবও। ডিম্পল মোট চারবার লোকসভা নির্বাচনে লড়াই করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅখিলেশ বর্তমানে উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনের প্রচারের কাজে ব্যস্ত। সমাজবাদী দল এবার রাষ্ট্রীয় লোকদল সহ বেশ কয়েকটি ছোট দলের সঙ্গে জোট বেঁধে লড়াই করছে।
অখিলেশের স্ত্রী ডিম্পল লোকসভা নির্বাচনে দুবার জিতেছেন । বাকি দুইবার হারের মুখে পড়তে হয়েছে ডিম্পলকে। এর মধ্যে ২০১৯-এর লোকসভা নির্বাচনে লড়াই করেছিলেন তিনি। কিন্তু হেরে গিয়েছিলেন। ডিম্পল যাদব সমাজবাদী পার্টির অন্যতম শীর্ষ নেতা ও তারকা প্রচারকও।
অখিলেশ যাদব তাঁর নির্বাচনী হলফনামায় স্ত্রী ডিম্পলের সম্পত্তির হিসেবেও দিয়েছেন। অখিলেশ জানিয়েছেন, তাঁর স্ত্রী তথা প্রাক্তন সমাজবাদী পার্টি সাংসদ ডিম্পলের কাছে মোট ১৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে।
অখিলেশ তাঁর হলফনামায় ডিম্পলের স্থাবর- অস্থাবর সম্পত্তি ছাড়াও কোন কোন মহার্ঘ জিনিস রয়েছে, তাও জানিয়েছেন।
এই হলফনামা অনুসারে, ডিম্পলের কাছে ১.২৫ লক্ষ টাকার কম্পিউটার ও ২,৭৭৪ গ্রামে বেশি সোনার গয়না ও ২৩০ গ্রাম মোটি ও ১২৭.৭৫ ক্যারেটের হিরে রয়েছে।
ডিম্পল যাদবের মহার্ঘ সামগ্রীর মোট দাম প্রায় ৬০ লক্ষ টাকা। তবে ডিম্পলের কোনও গাড়ি নেই।
উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনের প্রচার পর্বের মধ্য়েই এক সাক্ষাৎকারে ডিম্পল জানিয়েছিলেন, স্বামী অখিলেশের কোন গুণগুলি তাঁর খুব পছন্দের।
ডিম্পল বলেছেন, অখিলেশ খুবই ভদ্র স্বভাবের। এটাই স্বামীর সবচেয়ে ভালো গুণ বলে জানিয়েছেন ডিম্পল। তিনি বলেছেন, কার সঙ্গে কী ধরনের ব্যবহার করতে হবে, তা খুব ভালো করে জানেন অখিলেশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -