WB Covid19 relaxations : রাজ্যে শিথিল হচ্ছে বিধি-নিষেধ, দেখে নিন কোথায় কোথায় ছাড়
রাজ্যে সংক্রমণ অনেকটা বাগে আসায় বুধবার থেকে শিথিল হচ্ছে বিভিন্ন বিধি-নিষেধ। কোথায় ছাড়, কোথায় এখনও নিষেধাজ্ঞা...দেখে নেওয়া যাক
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২৫ শতাংশ কর্মী নিয়ে চলবে সরকারি ও বেসরকারি অফিস। সকাল ১০টা থেকে থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে বেসরকারি সংস্থা।(প্রতীকী ছবি, সৌজন্যে : Pixabay)
সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত খোলা থাকবে বাজার, দোকান
বেলা ১২টা-রাত ৮টা পর্যন্ত খোলা থাকতে পারে রেস্তোরাঁ, বার, হোটেল।(প্রতীকী ছবি, সৌজন্যে : Pixabay)
সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিং মল। সর্বোচ্চ ৩০ শতাংশ গ্রাহককে মলে ঢোকার অনুমতি দেওয়া হবে।(প্রতীকী ছবি, সৌজন্যে : Pixabay)
স্পেশাল ট্রেন ছাড়া বন্ধই থাকছে লোকাল ট্রেন পরিষেবা। চলবে না বাস। শুধু স্বাস্থ্য পরিষেবায় অটো-ট্যাক্সিকে ছাড় দেওয়া হয়েছে। বন্ধই থাকছে গণপরিবহন।
সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক
ইউনিটপিছু ৫০ শতাংশ অভিনেতা-কর্মী নিয়ে শ্যুটিংয়ে অনুমতি
আগের নিয়মেই আপাতত বন্ধ থাকছে স্পা, জিম। (প্রতীকী ছবি, সৌজন্যে : Pixabay)
টিকাকরণ হলেই প্রাতঃভ্রমণের জন্য পার্কে ঢোকার অনুমতি। (প্রতীকী ছবি, সৌজন্যে : Pixabay)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -