SSLV D1 Mission:এসএসএলভি-ডি১ উৎক্ষেপণের মুহূর্ত, দেখুন ছবি
ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় ৯টা ১৮ মিনিট। যাত্রা শুরু করল ইসরো-র সবচেয়ে ছোট উপগ্রহ উৎক্ষেপণ যান। (ছবি: ISRO ওয়েবসাইট)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের ফার্স্ট লঞ্চ প্যাড থেকে প্রথম যাত্রা 'স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল'-র। উৎকণ্ঠায় চেয়ে বিজ্ঞানীরা।
সব ঠিকঠাক চলছিল। কিন্তু একী! ১০টা ৪ মিনিটে ইসরোর অফিশিয়াল হ্যান্ডেলে টুইট।
একেবারে চূড়ান্ত ধাপে কিছু তথ্য পাওয়া যাচ্ছে না , জানালেন ইসরোর চেয়ারম্যান ডি সোমনাথ।
উপগ্রহগুলির কী অবস্থা ও যানটি কী ভাবে কাজ করছে সেটা শীঘ্রই দেখব আমরা, আশ্বাস ইসরো-কর্তার।
চিন্তার ভাঁজটুকু কেটে গেলে ভারতের কাছে এসএসএলভি-ডি১-র উৎক্ষেপণ কম সাফল্যের নয়।
পৃথিবীকে পর্যবেক্ষণ করবে, এমন একটি কৃত্রিম উপগ্রহ এই এসএসএলভি-র প্রাথমিক পে-লোড। উপগ্রহটির নাম Microsat 2A বা EOS-02।
এর দোসর হিসেবে AzaadiSAT নামে আরও একটি কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছে এই যানে। প্রকল্পটির নানা পর্যায়ে স্কুলপড়ুয়া, বিশেষত দেশের প্রত্যন্ত এলাকার ছাত্রীদের 'অবদান' তুলে ধরতে চেয়েছে ইসরো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -