Himachal Landslide:অঝোর বর্ষণে ১৫ কিলোমিটার লম্বা যানজট হিমাচলে, মৃত ৬
রবিবার অঝোর বর্ষণের সাক্ষী থেকেছে হিমাচল প্রদেশের নানা প্রান্ত। ফল? ভূমিধস ও হড়পা বান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখনও পর্যন্ত রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের যা পরিসংখ্য়ান তাতে, ৬ জনের প্রাণ গিয়েছে। জখম অন্তত ১০।
তুমুল বর্ষণে রাজ্যের আর্থিক ক্ষতির আশঙ্কা ৩ কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে, ধারণা প্রশাসনের।
হিমাচল প্রদেশ বিপর্যয় মোকাবিলা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি জানাচ্ছেন, ২ জাতীয় সড়ক-সহ ১২৪টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডি জেলা। সোমবার হড়পা বানের ধাক্কাও সহ্য করতে হয়েছে হিমাচলকে।
সিমলা এবং শিরমৌর জেলাতেও বিপুল বর্ষণ হয়েছে। তিনটি জেলাতেই বিপুল সংখ্য়ক গাছ উপড়ে রাস্তা বন্ধ হয়ে যায়।
চন্ডীগড়-মানালি হাইওয়েতে প্রায় ১৫ কিলোমিটার টানা যানজট তৈরি হয়।
বহু পর্যটককে সেই যানজটে আটকে পড়তে হয়েছে আজ। ধস সরানোর কাজ চলছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -