Iconic Goal Celebration: বিশ্ব ফুটবলের অভিনব সেলিব্রেশন, কারা কারা রয়েছেন সেই তালিকায়?
তালিকায় রয়েছেন ইতালির স্ট্রাইকার মারও বালোতেল্লি। ২০১১-১২ মরসুমে ম্যাঞ্চেস্টার ডার্বিতে খেলার সময় অভিনব সেলিব্রেশন করেছিলেন বালোতেল্লি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appম্য়ান সিটিতে যোগ দিয়েছিলেন বালোতেল্লি। গোলের পর বালোতেল্লির জার্সি উঠিয়ে সেলিব্রেশন করেছিলেন। সেখানে লেখা ছিল, ''হোয়ই, অলয়েজ মি'
তালিকায় রয়েছেন স্পেনের মিডফিল্ডার আন্দ্রে ইনিয়েস্তা। ২০১০ বিশ্বকাপে অভিনব গোল করেছিলেন ইনিয়েস্তা।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোলের পর ইনিয়েস্তা ড্যানি জার্কিকে উৎসর্গ করেছিলেন। জার্সির ভেতরে তা লেখা ছিল ইনিয়েস্তার।
লিওনেল মেসি বার্সেলোনার জার্সিতে খেলে এসেছেন প্রায় দেড় দশক। কাতালান ক্লাবের হয়েই গোলের পর দুরন্ত সেলিব্রেশন করেছিলেন মেসি।
রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে গোলের পর এক অভিনব সেলিব্রেশন করেছিলেন মেসি। রিয়ালের সমর্থকদের দিকে নিজের জার্সিত খুলে দেখিয়েছিলেন মেসি।
তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম থাকবে না, তা আবার হয় নাকি। জুভেন্তাসের জার্সিতে গোলের পর অভিবন সেলিব্রেশন করেছিলেন রোনাল্ডো।
রোনাল্ডোর ট্রেডমার্ক সেলিব্রেশন গোলের পর। দৌড় এসে দু হাত দু দিকে ছড়িয়ে সুইই... বলে চিৎকার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -