Mamata Banerjee: লালুর বাড়িতে মমতা, পাটনা পৌঁছলেন রাহুল, স্ট্যালিন, অখিলেশ
আজ পাটনায় বিজেপি-বিরোধী জোটের প্রথম বৈঠক। নীতিশ কুমারের ডাকে হতে চলেছে বৈঠক। অভিষেককে নিয়ে বৈঠকে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২২ জুনই পাটনায় পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাটনায় পৌঁছেই তিনি দেখা করলেন লালুপ্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর সঙ্গে। ছিলেন তেজস্বী যাদবও। তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে।
সেখানে লেখা হয়েছে, 'গঠনমূলক আলোচনা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আমাদের মতামত জানিয়েছি।' বিরোধী জোটের বৈঠক নিয়ে আশার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলগুলির মত বিনিময়ের জন্য এই মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এবং দেশবাসীর জন্য আরও ভাল কাজের রাস্তা তৈরি করার জন্য এই বৈঠক প্রয়োজন বলে মনে করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'ওঁরা ওঁদের মূল্যবান সময় দিয়েছেন বলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশবাসীর উন্নতির জন্য আমরা একসঙ্গে এমন কাজ চালিয়ে যেতে পারি।'
দীর্ঘদিন পর মুখোমুখি হবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, রাহুল গাঁধী। বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারের ডাকে বৈঠকে বসছে ২১টি বিরোধী দল। মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ছাড়াও উপস্থিত থাকবেন রাহুল গাঁধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। উপস্থিত থাকার কথা সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের।
থাকবেন এনসিপি প্রধান শরদ পাওয়ার, ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেন, পিডিপি-র প্রধান মেহবুবা মুফতিরা। ইতিমধ্য়েই পাটনায় এসে পৌঁছেছেন ওমর আবদুল্লা। পাটনা পৌঁছলেন রাহুল গাঁধী, মল্লিকার্জুন খাড়গে। পৌঁছলেন অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, সীতারাম ইয়েচুরিরা।
বিজেপি বিরোধী শিবিরকে একজোট করতে এর আগে নবান্নে এসেছিলেন খোদ নীতীশ কুমার। লালুপ্রসাদ যাদবের ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও নীতীশের সঙ্গে নবান্নে এসেছিলেন। বিরোধী জোটের কৌশল নিয়ে নবান্নেই বৈঠক হয় তাঁদের মধ্যে। তার পর একসঙ্গে সাংবাদিক বৈঠকও করেন সকলে। সেই সময় মমতাই পটনায় বিরোধী শিবিরের বৈঠকের প্রস্তাব দেন।
কর্নাটক বিধানসভা নির্বাচনের পরাজিত হওয়ার পর এই মুহূর্তে দেশের ১০ রাজ্যে একক ভাবে ক্ষমতায় রয়েছে বিজেপি। জোট সরকারে ক্ষমতায় রয়েছে আরও চার রাজ্যে। তাই ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃতীয় বারের জন্য বিজেপি-র ক্ষমতায় আসা আটকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিরোধী শিবির। তার জন্য কোন কোন কৌশল অবলম্বন করা হবে, সেই নিয়েই পটনায় বিশদ আলোচনা হবে।
মিটিং নিয়ে আগে একটা সমস্যা হয়েছিল। প্রথমে এই মিটিং ১২ জুন ডাকা হয়েছিল। কিন্তু সেই তারিখ নিয়ে আপত্তি জানায় কংগ্রেস। তারপরে ২৩ জুন দিনটি স্থির হয়।
এদিন বৈঠকের আগে রাহুল গাঁধী বলেন, 'পাটনায় বিরোধীরা একজোট হয়েছি, বিজেপিকে হারানোর প্রস্তুতি নিতে। দেশে হিংসা ছড়িয়ে দেওয়ার রাজনীতি করছে বিজেপি, প্রতিক্রিয়া রাহুল গাঁধীর। কর্ণাটকের মতো সবাই মিলে বিজেপিকে হারাব।'
সম্প্রতি কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। সঙ্গে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, আপ নেতা রাঘব চাড্ডা এবং অতিশী মারলেনা। উপলক্ষ্য, দিল্লি সংক্রান্ত মোদি সরকারের অর্ডিন্যান্স জারির বিরোধিতা করা হলেও নজরে ২০২৪-এর লোকসভা নির্বাচন। সেই দিন প্রায় ১ ঘণ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আম আদমি পার্টির নেতৃত্বের কথা হয়। সূত্রের খবর, পাটনায় বৈঠক ডাকতে নীতীশ-তেজস্বীকে আগেই অনুরোধ জানিয়েছিলেন মমতা। সেই অনুরোধে সাড়া দিয়েই পাটনায় এই বৈঠক ডেকেছেন নীতীশ কুমার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -