PM Narendra Modi:এলাহি লাঞ্চে জিভে জল আনা ভারতীয় রান্না, FIPIC-এ কী রকম ব্যবস্থাপনা মোদির ভারতের?
রবিবারই পাপুয়া নিউ গিনি পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে স্বাগত জানান সেখানকার প্রধানমন্ত্রী জেমস মারাপে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুধু তা-ই নয়, সম্মানার্থে প্রধানমন্ত্রী মোদিকে প্রণাম করেন জেমস। পাপুয়া নিউ গিনিতে ফোরাম ফর ইন্দো-পেসিফিক আইল্যান্ড কো-অপারেশনের তৃতীয় সম্মেলনে যোগ দিতে গেছেন প্রধানমন্ত্রী।
এদিন ফোরাম ফর ইন্দো-পেসিফিক আইল্যান্ড কো-অপারেশনের শীর্ষবৈঠক উপলক্ষ্যে পাপুয়া নিউ গিনিতে এলাহি লাঞ্চের আয়োজন করেছিল ভারত সরকার।
'খান্ডভি', 'ভেজিটেবিল কোলাপুরি', 'মালাই কোফতা'-সহ একাধিক জিভে জল আনা ভারতীয় পদ ছিল লাঞ্চের মেনুতে।
২০২৩-কে 'বাজরা'-র জন্য আলাদা করে চিহ্নিত করা হয়েছে। তাই শীর্ষবৈঠকে হাজির ভারতীয় প্রতিনিধিদলের চেষ্টা ছিল, মানুষের পরিচিত সবচেয়ে পুরনো খাবার যাতে এদিনের লাঞ্চে পরিবেশন করা যায়।
সেই মতো 'রাগি গাট্টা কারি' এবং 'বাজরা বিরিয়ানি' রাখা হয়েছিল দুপুরের মেনুতে।
অতিথিদের 'মশলা ছাঁজ'-ও পরিবেশন করা হয় বলে খবর।
ছিল মশলা চা, গ্রিন টি, পুদিনা চা-ও। এদিন জেমস মারাপের সঙ্গে সম্মিলিত ভাবে এই শীর্ষবৈঠকের ব্যবস্থাপনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -