PM Narendra Modi:ইন্ডিয়া এনার্জি উইক ২০২৪'--র উদ্বোধনে পানাজিতে প্রধানমন্ত্রী
আগামী ৫-৬ বছরে, ভারতের শক্তি ক্ষেত্রে ৬ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ হতে চলেছে, 'ইন্ডিয়া এনার্জি উইক ২০২৪'-র উদ্বোধনে আশা প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। (ছবি:PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমঙ্গলবার গোয়ার পানাজি-তে India Energy Week 2024-র উদ্বোধনে প্রধানমন্ত্রীর পাশে উপস্থিত ছিলেন, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিংহ পুরী এবং গোয়ার রাজ্যপাল পি এস শ্রীধরন পিল্লাই। (ছবি:PTI)
ভারতের দুরন্ত অর্থনৈতিক অগ্রগতির কথা এদিনও শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে। তিনি জানান, অচিরেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে ভারত। (ছবি:PTI)
এই মঞ্চ থেকেই বিশ্বের সকল বিনিয়োগকারীর কাছে তাঁর আর্জি, ভারতের শক্তি ক্ষেত্রের সম্প্রসারণে সকলে যেন অংশ নেন। ২০৩০ সালের মধ্যে দেশের পরিশোধনের ক্ষমতা বাড়ানোর লক্ষ্যমাত্রাও বেঁধে দিতে শোনা যায় তাঁকে। (ছবি:PTI)
পুনর্ব্যবহারযোগ্য শক্তি এবং 'ইথানল ব্লেন্ডিং' -এ ভারত যে দুরন্ত এগিয়েছে, সে কথাও এদিন বলেন প্রধানমন্ত্রী। মোদির কথায়, ভারতে সৌরশক্তি চালিত ক্ষমতা গত দশকের নিরিখে ২০ গুণ বেড়েছে। (ছবি:PTI)
১.৫ শতাংশ থেকে বেড়ে ১২ শতাংশে পৌঁছে গিয়েছে 'ইথানল ব্লেন্ডিং'-র হার, এমনও জানান প্রধানমন্ত্রী। মোদির কথায়, 'শক্তির চাহিদা বাড়লেও দেশের প্রত্যেক প্রান্তে যাতে স্বল্প খরচায় তা পৌঁছে দেওয়া যায়, সে দিকেও নজর রাখা হয়েছে। ' (ছবি:PTI)
বিশ্বজুড়ে নানা ওঠাপড়া সত্ত্বেও ভারতে পেট্রল ও ডিজেলের হার গত দু'বছরে সার্বিক ভাবে কমেছে, জানান প্রধানমন্ত্রী মোদি। তাঁর দাবি, এ সব ছাড়াও দেশে ১০০ শতাংশ বিদ্যুতের 'কভারেজ' হয়েছে।(ছবি:PTI)
একবিংশ শতকের দাবি মেনে নতুন পরিকাঠামো তৈরি করছে ভারত, এ দিন দাবি করেন তিনি। চলতি অর্থবর্ষে পরিকাঠামো খাতে ১০ লক্ষ কোটি টাকা বরাদ্দের প্রসঙ্গও ছিল তাঁর বক্তৃতায়। মোটের উপর ভারত যে শক্তিক্ষেত্রে এগোনোর দিকে সর্বতো ভাবে চেষ্টা করছে, সে বার্তাই স্পষ্ট ছিল তাঁর কথায়। (ছবি:PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -