Yamuna Flooding:তলিয়ে গিয়েছে ৩ কিশোর, ফেঁপে ওঠা যমুনায় নাকাল দিল্লি
ঐতিহাসিক লাল কেল্লা? কিন্তু এভাবে জল থৈ থৈ হয়ে থাকবে, কেউ কখনও ভেবেছিলেন? যমুনার দু'কূল উপচে এখন লালকেল্লা লাগোয়া বহু এলাকার ছবি এরকমই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফেঁপে ওঠা যমুনার জলে বান ডেকেছে গাজিয়াবাদেও। ফল? রাস্তা নাকি নদী, বোঝার উপায় নেই। তার মধ্যে দিয়েই চলছে ঝুঁকির পারাপার।
শনিবার সকাল ৮টায় যমুনার জলস্তর ২০৮.৪৮ মিটারে পৌঁছে যায় বলে জানিয়েছিল কেন্দ্রীয় জল কমিশন।
বন্যার ধাক্কায় দিল্লির সিভিল লাইন্স জোনের দশটি স্কুল বন্ধ থাকার কথা। এর মধ্যেই খবর আসে, ৩ জন শিশু তলিয়ে গিয়েছে।
তুমুল বর্ষণ এবং হতিথীকুণ্ড ব্যারাজ থেকে ক্রমাগত জল ছাড়ার ফলে গত কয়েকদিন ধরেই যমুনার জলস্তর বাড়ছিল।
রবিবার বেলা ১১টায় যেখানে তার জলস্তর ছিল ২০৩.১৪ মিটার, সেখানে সোমবার বিকেল ৫টার মধ্যে তা ২০৫.৪ মিটারে পৌঁছে যায়।
বিশেষজ্ঞরা প্রমাদ গুনছিলেনই। কিন্তু যমুনার জলস্তর যে তাঁদের হিসেবের ১৮ ঘণ্টা আগে বিপদসীমা ছাড়িয়ে যাবে সে কথা দুঃস্বপ্নেও ভাবেননি কেউ।
বন্যা পরিস্থিতির জেরে দিল্লির ট্র্যাফিক পরিস্থিতির হাল অত্যন্ত খারাপ। যানজট ও জল এড়াতে দিল্লিজুড়ে অন্তত ৪ হাজার ৫০০ জন ট্র্যাফিক আধিকারিককে নামানো হয়েছে। সুপ্রিম কোর্টের মূল ফটক পর্যন্ত জল ঢুকে পড়ে। অত্যন্ত ব্যস্ত আইটিও এবং রাজঘাট ইন্টারসেকশনও জলের তলায়।
এর মধ্যেই খবর আসে, উত্তর পূর্ব দিল্লির তিন কিশোর তলিয়ে গিয়েছে।
এসবের মধ্যে পূর্বাভাস, শনিবারও মাঝারি বৃষ্টিপাত হতে পারে দিল্লিতে। অশনি সঙ্কেত পুরোপুরি যাচ্ছে না কিছুতেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -