Delhi Flood:ধীরে নামছে যমুনার জলস্তর, এখনও বানভাসি দিল্লির বিস্তীর্ণ অংশ
ধীরে ধীরে নামছে যমুনার জল। কিন্তু শনিবার সন্ধ্যায় নতুন করে বৃষ্টি হওয়ায় দিল্লির বেশ কিছু এলাকা এখনও জলমগ্ন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার রাত ১১টা থেকে শনিবার রাত ১১টার মধ্যে ২০৭.৯৮ মিটার থেকে ২০৬.৫৪মিটারে নেমে এসেছে যমুনার জলস্তর।
কিন্তু এখনও তা বিপদসীমার উপরে। রাজঘাট, আইটিও এলাকা, মুখার্জি নগরের কিছু অংশ, যমুনা বাজার, হকিকত নগর, জয়েতপুরের মতো এলাকা এখনও জলের তলায়।
তবে রিং রোড এবং ব্যুলেভার্ড রোডের বন্ধ কিছু অংশ রবিবার খুলে দেওয়া হয়।
বন্যাদুর্গত প্রতিটি পরিবারের জন্য ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
সোম ও মঙ্গলবারও বন্যাকবলিত এলাকার সরকারি, সরকার অনুমোদিত এবং বেসরকারি স্কুল বন্ধ থাকবে বলে জানিয়েছে দিল্লি প্রশাসন।
প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে পানীয় জল ও খাবার বিলির কাজে হাত লাগিয়েছে এনডিআরএফ।
চলছে উদ্ধারকাজও। গত কাল নয়ডার জলমগ্ন এলাকায় আটকে পড়া মহিলাকে উদ্ধার করতে এগিয়ে আসেন NDRF আধিকারিকরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -