Independence Day 2023 : স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনের সময় এই ভুল কদাপি নয় ! হতে পারে শাস্তি

শহিদ হওয়া প্রতিটি ভারতবাসীর বলিদানের মর্যাদা জড়িয়ে রয়েছে জাতীয় পতাকার সঙ্গে।

জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম-কানুন

1/10
৭৭ তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা তোলার প্রস্তুতি নিচ্ছে সারা দেশ। ব্রিটিশ শাসন থেকে মুক্তিলাভের দিনকে স্মরণ করবে দেশবাসী। জাতীয় পতাকা তুলে দেশের বীর শহিদদের জানানো হবে শ্রদ্ধা। জানেন কি, ইচ্ছেমতো তোলা যায় না জাতীয় পতাকা? তেরঙা তোলার রয়েছে কিছু নির্দিষ্ট নিয়ম।
2/10
২০০২ সালে Indian Flag Code বলে একটি আইন জারি হয়। তাতে রয়েছে একগুচ্ছ নিয়ম কানুন, যা ভাঙলে জরিমানা, এমনকী হাজতবাসও হতে পারে।
3/10
মনে রাখতে হবে, পতাকা কখনওই উল্টে উড়তে হবে না। পতাকাটি আয়তক্ষেত্রাকার হওয়া উচিত, যার দৈর্ঘ্য এবং প্রস্থ বা উচ্চতার ৩:২ অনুপাত।
4/10
জাতীয় পতাকা সবসময় সুতি,সিল্ক বা খাদি দিয়ে তৈরি হওয়া উচিত। প্লাস্টিকের পতাকা উত্তোলন অবমাননাকর বলে মনে করা হয়।
5/10
পতাকা উত্তোলনের আগে দেখুন কোথাও ছিঁড়ে গেছে কি না বা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না বা পতাকার রঙ বিবর্ণ না হয়েছে। কারণ ত্রুটিযুক্ত জাতীয় পতাকা উত্তোলন অবমাননাকর।
6/10
পতাকার গায়ে কিছু লেখা আইনত অপরাধ। মনে রাখতে হবে, পতাকা কখনো মাটি স্পর্শ করা উচিত নয়।
7/10
ভারতের জাতীয় পতাকা অন্য সব পতাকার উপরে রাখা উচিত। এর উপরে যেন অন্য কোনও পতাকা উত্তোলন করা না হয়। তাহলে তা অন্যায়।
8/10
সূর্যাস্তের পর পতাকা তুলে রাখা যায় না। সরকারি কোনও নির্দেশ না থাকলে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখতে নেই। কোনওভাবেই পরিধান হিসাবে ব্যবহার করা যায় না জাতীয় পতাকা। কোনও পোশাক বা ইউনিফর্মে ব্যবহার করা যায় না ন্যাশনাল ফ্ল্যাগ।
9/10
দেশে জাতীয় পতাকার সম মর্যাদা কোনও পতাকাই পায় না। তাই জাতীয় পতাকার পাশে একই উচ্চতায় কোনও পতাকা রাখতে নেই।
10/10
আমাদের জাতীয় পতাকা দেশের সম্মানের প্রতীক। কেউ প্রকাশ্যে বা যেকোনও স্থানে পতাকা পোড়ালে, পদদলিত বা নষ্ট করলে তা আইনত অপরাধ হিসাবে গণ্য হবে।
Sponsored Links by Taboola