Assam Floods: বন্যা কবলিত অসমে মৃত্যু বেড়ে ৭৩, পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক মুখ্যমন্ত্রীর
ক্রমেই ভয়ানক হয়ে উঠছে অসমের বন্যা পরিস্থিতি। রাজ্যের ৩৩টি জেলার ৪৩ লক্ষ মানুষ বন্যা ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলাগাতার ভারী বৃষ্টিতে অসম-সহ উত্তর-পূর্বের ত্রিপুরা, মেঘালয়, অরুণাচলপ্রদেশের মতো রাজ্যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ব্রহ্মপুত্র, বেকি, মানস, পাগলাডিয়া, পুঠিমারি, কপিলি, জিয়া-ভরালি নদীর জলস্তর বিপদসীমার উপরে রয়েছে।
অসমের বাজালি, বকসা, বিশ্বনাথ, বনগাইগাঁও, কাছার, দারং, ধেমাজি, ধুবরি, ডিব্রুগড়, ডিমা হাসাও, গোয়ালপাড়া, হোজাই, কামরুপ, সাউথ সালমারা, তমুলপুর, তিনসুকিয়া, উদরগুড়ি-সহ ৩৩টি জেলার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের।
রাজ্যের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে এদিন জেলা প্রশাসন এবং মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। প্লাবিত এলাকাগুলিতে খাদ্য ও অন্যান্য ত্রাণসামগ্রী দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
শেষ পাওয়া খবর অনুযায়ী, বন্যার জেরে রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৩ জনের। প্লাবিত এলাকায় উদ্ধারে গিয়ে মধ্য অসমের নগাঁও জেলায় বন্য়ার জলে ভেসে গিয়েছেন তিন পুলিশকর্মী। এদিন সকালে তাঁদের দেহ মিলেছে বলেছে প্রশাসন সূত্রে খবর।
গত ২৪ ঘণ্টায় শিশু-সহ আরও বেশ কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে। তিন জন মারা গিয়েছেন ধসে চাপা পড়ে। ধসের তিনটি ঘটনাই ঘটেছে কাছার জেলায়।
প্লাবিত এলাকার আশেপাশে রিলিফ ক্যাম্পে চিকিৎসা ব্যবস্থার সুবিধা রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জরুরি পরিস্থিতি মোকাবিলায় অ্যাম্বুলেন্স রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
অসমের বিপর্যয় মোকাবিলা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, ৩৩টি জেলায় ৫ হাজার ১৩৭টি গ্রাম বন্যা কবলিত।
১.৯০ লক্ষ মানুষের জন্য ৭৪৪টি ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। ৪০৩ টি অস্থায়ী কেন্দ্র থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে ক্ষতিগ্রস্থদের জন্য। এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে এসেছে।
প্রশাসন সূত্রে খবর, নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল এবং পুলিশের দল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -