Agnipath Protest Photos: 'অগ্নিপথ' ক্ষোভে আগুন জ্বলল ট্রেনে, একাধিক রাজ্যে বিক্ষোভ
সেনাবাহিনীতে জওয়ান নিয়োগের জন্য় নতুন একটি প্রকল্প এনেছে কেন্দ্র। মঙ্গলবারই ঘোষণা করা হয়েছে অগ্নিপথ প্রকল্প। এখন থেকে ভারতের সেনাবাহিনীতে নাম লেখাতে গেলে ওই প্রকল্পের মাধ্যমেই যোগ দিতে হবে। আর তার পরেই দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষোভ। ছবি: পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃহস্পতিবার সব লাগাম ছাড়িয়ে গেল সেই বিক্ষোভ। বিহারে কার্যত ধ্বংসের চেহারা নিল বিক্ষোভ। পাথর ছুড়ে ট্রেন থামিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হল গোটা ট্রেন। ঘটনাস্থল বিহারের ছাপড়া। ছবি: পিটিআই
বিহারেই আরা স্টেশন কার্যত তছনছ করা হয়েছে বলে অভিযোগ। অগ্নিপথ প্রকল্পের অধীনে চার বছরের জন্য নিয়োগ করা হবে। তারপর সেখান থেকে ২৫ শতাংশকে স্থায়ী ভাবে বাহিনীতে নেওয়া হবে। বাকিদের নেওয়া হবে না। তারা টাকা পেলেও, অবসরকালীন কোনও সুবিধা পাবেন না। আর এখানেই তীব্র আপত্তি সেনায় যোগ দিতে চাওয়া নাগরিকদের। ছবি: পিটিআই
উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা থেকে বিশাল সংখ্যক যুবক-যুবতী ভারতীয় সেনায় যোগ দেন। সেই কারণে তাঁরা যে যাঁর মতো করে প্রস্তুতিও নেন। এদিন আরও নানা রাজ্যে বিক্ষোভ হলেও বিহারে সব সীমা পেরিয়ে গিয়েছে। ছবি: পিটিআই
হরিয়ানায় পুলিশকে গুলি চালাতে হয়। উত্তরপ্রদেশের মীরাটেও বিক্ষোভের জেরে তুলকালাম হয়েছে। ছবি: পিটিআই
একাধিক জায়গায় রেল অবরোধ হয়েছে। বিহারে অধিকাংশ জায়গায় ক্ষোভে আঁচ মূলত এসে পড়েছে রেলের উপরেই। বিহারের ভাবুয়াতে ট্রেন ভাঙচুর করা হয়। ছবি: পিটিআই
আরা, কইমুর, গোপালগঞ্জ, বক্সারের বিভিন্ন জায়গায় রেল অবরোধ করা হয়। কইমুরের ভবুয়া রোড স্টেশনে ইন্টারসিটি এক্সপ্রেসে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। ছবি: পিটিআই
এদিন বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ডের মতো একের পর এক বিজেপি শাসিত রাজ্য তেতে উঠেছে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে। ছবি: পিটিআই
বিক্ষোভের আঁচ পড়েছে দিল্লি, রাজস্থানেও। এদিন দিল্লিতে যুব কংগ্রেসের তরফে বিক্ষোভ দেখানো হয়। সেই বিক্ষোভ কর্মসূচি ঘিরেও প্রবল ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে। ছবি: পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -