Delhi Air Pollution:ধোঁয়াশার আঁধারে মোড়া রাজধানী দিল্লি, দূষণ-যন্ত্রণার আঁতকে ওঠার মতো কিছু ছবি
গত কয়েকদিন ধরেই ধোঁয়াশায় ঢেকেছে রাজধানী। বায়ু মানের সূচক অনুযায়ী, গতকাল বিকেল ৪টে ফরিদাবাদে ছিল ৪৬০ পয়েন্টে, গাজিয়াবাদে ৪৮৬, গ্রেটার নয়ডা ৪৭৮, গুরুগ্রামে ৪৪৮, নয়ডা ৪৯৯ পয়েন্টে। ঘণ ধোঁয়াশা আবছা সফদরজঙ সৌধ (ছবি-এএফপি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসমগ্র রাজধানী জুড়ে ধোঁয়াশার চাদর (ছবি এএফপি)
ধোঁয়াশা ঢাকা পরিস্থিতিতেই রাজধানী দিল্লির রাস্তায় গাড়ির ভিড় (ছবি-এএফপি)
গাজিয়াবাদেও আকাশ ঘণ কুয়াশায় ঢাকা। তারইমধ্যে দিল্লি-মীরাট রিজিওনাল রাপিড ট্রানজিট সিস্টেমের নির্মাণ স্থলে কর্মরত শ্রমিকরা (ছবি-এএফপি)
এর আগে যমুনা নদীতেও দূষণের ভয়াবহ ছবি সামনে এসেছিল। দূষিত ফেনায় ভরে গিয়েছিল জল। তারইমধ্যেই ছট পুজোয় ধর্মীয় প্রথা পালনে দেখা গিয়েছিল পূর্ণ্যার্থীদের ভিড়। (ছবি-এএফপি)
কুয়াশা ঢাকা পরিস্থিতিতে রাস্তায় ধুলো ওড়া বন্ধ করতে জল ছেটাচ্ছেন পূর্ব দিল্লি পুরসভার এক কর্মী
ফুটব্রিজ ধরে যাতায়াত লোকজনের। (ছবি এএফপি)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -