Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Assam Floods: জল থই থই লকআপের পাশে বসেই কাজ পুলিশের, অসমে বন্যায় মৃত ২৭, ক্ষতিগ্রস্ত ৫.৮০ লক্ষ
এমনিতেই দুর্ভোগের শেষ নেই। তার মধ্যে ফের ভারী বৃষ্টি। তাতে নতুন করে বিপর্যয় অসমে। হড়পা বানে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগ্রামের অঞ্চল তো বটেই, নতুন করে বৃষ্টিতে গুয়াহাটি শহর জলমগ্ন হয়ে পড়েছে। জল ঢুকে গিয়েছে সরকারি দফতর, স্কুল-কলেজের ক্যাম্পাসে। নর্দমা উপচে হাঁটু পর্যন্ত শহরের পাকা রাস্তায়।
গীতানগর, হাতিগাঁও, চাঁদমারি, জু রোড-সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। সেই জল ঠেলেই চলছে যাতায়াত। এমনকি গীতানগর থানার মধ্যেও জল ঢুকে গিয়েছে। জল থই থই লকআপের পাশে বসে কাজ করছে দেখা গিয়েছে পুলিশকে।
টানা ভারী বৃষ্টিতে এমনিতেই ভয়ঙ্কর অবস্থা অসমের। জায়গায় জায়গায় ধস নেমেছে। ঘরছাড়া কয়েক লক্ষ মানুষ। কেউ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে, কেউ আবার রেললাইনেই ত্রিপল খাটিয়ে রয়েছেন।
এখনও পর্যন্ত বন্যায় অসমে ২৭ জনের মৃত্যুর খবর মিলেছে। ১৮টি জেলার বহু গ্রামই কার্যত জলের নীচে চলে গিয়েছে। কয়েকশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান।
এ বছর বন্যায় অসমে ৫ লক্ষ ৮০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এর মধ্যে শিশুর সংখ্যা ১ লক্ষ ১৫ হাজার ২০৮। রাজ্যের ৩৪টি জেলার মধ্যে ১৮টি জেলা ক্ষতিগ্রস্ত। ১ হাজার ৩৭৪টি গ্রাম জলমগ্ন।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বন্যা পরিস্থিতি পরিদর্শনে বেরোন। হাফলং, ডিমা হাসাও, সরকারি বাগানে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন তিনি। দ্রুত এলাকার যোগাযোগ ব্যবস্থা আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন তিনি।
সরকারি আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন হিমন্ত। ক্ষয়ক্ষতির বিশদ খতিয়ান চেয়ে পাঠিয়েছেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে আনার আর্জি জানিয়েছেন।
তবে আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই বন্যা পরিস্থিতি থেকে রেহাই নেই অসমের। আগামী কয়েক দিন বৃষ্টিপাত চলবে বলেই জানিয়েছে তারা। অসম-সহ করে উত্তর-পূর্ব ভারতের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জল থই থই লকআপের পাশে বসেই কাজ পুলিশের, অসমে বন্যায় মৃত ২৭, ক্ষতিগ্রস্ত ৫.৮০ লক্ষ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -