Exit Poll 2024
(Source: Poll of Polls)
Independence Day 2022: বিদেশের মাটিতে উড়ল তেরঙ্গা, কোন কোন দেশে পালিত ভারতের স্বাধীনতা দিবস?
বিদেশের মাটিতেও পালিত হয়েছে ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি। বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসের উদ্যোগে, ভারতীয় নৌবাহিনীর উদ্যোগে পালিত হয়েছে দিনটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাদাগাস্কারের রাজধানীতে টাউন হল সেজে উঠেছে তেরঙ্গা আলোকসজ্জায়। ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে এই সাজ।
'আজাদি কা অমৃত মহোৎসব'-এর অংশ হিসেবে আগে থেকেই বিভিন্ন দেশে নানা অনুষ্ঠান চলেছে। আমেরিকার হাউস্টনেও আয়োজিত হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের।
অস্ট্রেলিয়ার পার্থে পৌঁছেছে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুমেধা (INS Sumedha)। সেখানে নৌবাহিনী ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করছে। ভারতীয় নৌবাহিনীকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়ার নৌবাহিনী।
আবুধাবিতেও আয়োজিত হয়েছে আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে একাধিক অনুষ্ঠান।
আবু ধাবিতে ভারতীয় শিল্প ও ভাস্কর্যের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চলছে ১৫ আগস্ট পর্যন্ত।
নেদারল্যান্ডে বসবাসকারী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভুতরা পালন করেছেন ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি। পতাকা উত্তোলনও করেছেন তাঁরা।
স্বাধীনতা দিবসের আগেই 'আজাদি কা অমৃত মহোৎসব' উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল তানজানিয়ায়। সেখানে ভারতীয় দূতাবাসে শিশুদের নিয়ে 'যেমন খুশি সাজো' প্রতিযোগিতা হয়।
স্বাধীনতা দিবসের একদিন আগেই আমেরিকার সান দিয়েগো হারবারে পৌঁছেছে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সাতপুরা (INS Satpura)। জাহাজেই ভারতের স্বাধীনতা দিবস পালিত হবে। এই যুদ্ধজাহাজই এই বছরেই হাওয়াইয়ে নৌ-মহড়ায় যোগ দিয়েছিল। ছবি সূত্র: SpokespersonNavy @indiannavy, @IndianDiplomacy-এর টুইটার অ্যাকাউন্ট, পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -