Holi 2022 in Amritsar: মাটিতে পা রেখেই উড়ান, আবিরের প্রলেপ স্বপ্নেও, হোলিতে আরও রঙিন অমৃতসর
অতিমারি ঘিরে সেই আতঙ্কের পরিবেশ আর নেই। বরং আবার নতুন ভোরের স্বপ্ন দেখতে শুরু করেছেন মানুষ। সেই আবহেই হোলি উদযাপন হচ্ছে অমৃতসর-সহ গোটা পঞ্জাব জুড়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত এক বছরে চোখের সামনে অনেক কিছুর সাক্ষী থেকেছে অমৃতসর। বঞ্চিতদের দলে নাম লেখানোর বদলে প্রাপ্য অধিকার আদায় করে নিয়েছেন কৃষকরা। পুরনো ধ্যানধারণা ঝেড়ে ফেলে শুরু হয়েছে নয়া রাজনৈতিক অধ্যায়ও।
বছর বছর হোলি উদ অমৃতসর-সহ পঞ্জাবের কাছে। কারণ মাটি ছুঁয়ে থেকেই উড়ানের স্বপ্ন দেখার সাহস ফিরে পেয়েছেন রাজ্যের মানুষ। রংয়ের প্রলেপে তাই উদ্ভাসিত সহজ-সরল মুখগুলি।
নয়া মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মানও তাই জানিয়েছেন, আর ‘উড়তা পঞ্জাব’ নয়, পঞ্জাবের নয়া পরিচিতি হতে চলেছে ‘উঠতা পঞ্জাব’। অর্থাৎ শুধুই উত্থান। এ দিন রংয়ের প্রলেপ ছিল তাঁর চেহারাতেও।
তবে পঞ্জাবে এক এক জায়গায় হোলি পালিত হয় এক এক রকম ভাবে। উত্তরের দিকে এগনোর সঙ্গে সঙ্গেই হোলি নাম পাল্টে হয়ে যায় হোলা মহল্লা।
গোটা দেশ যে দিন হোলি পালন করে, তার পরের দিনটি হোলা মহল্লা হিসেবে পালিত হয়। শিখ যোদ্ধাদের সম্মানে উৎসর্গ এই উৎসব। নিহঙ্গ শিখদের কাছে এই উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হোলা মহল্লা উৎসব শুরু হয় ভারতীয় ঘরানার মার্শাল আর্টের প্রদর্শনী দিয়ে। তার পর নাচ, গানে মেতে ওঠে চারপাশ। আনন্দপুর সাহিবের মতো এলাকায় তিন দিন ধরে চলে উৎসব।
মার্শাল আর্ট, নাচ, গান ছাড়ও কবিতাপাঠ, কীর্তনের অনুষ্ঠানেরও আয়োজন হয় জায়গায় জায়গায়। এই সময় বিদেশ বিভুঁইয়ে থাকা মাটির টানে ফিরে আসেন পঞ্জাবও। এ বারে কোভিডের কারণে যদিও ছেদ পড়েছে তাতে।
পঞ্জাবের যে যে জায়গায় সবচেয়ে উৎসাহে সহকারে হোলি পালিত হয়, তার মধ্যে অন্যতম হল চণ্ডীগড়। ইন্টারন্যাশনাল ডলস মিউজিয়াম, সুহানা লেক, জাকির হুসেন রোজ গার্ডেন, রক গার্ডেন, পিঞ্জর গার্ডেনে ভিড় করেন উৎসাহী মানুষ।
অমৃতসর, লুধিয়ানা, ভাটিন্ডার হোলিও আকর্ষণ করে মানুষকে। ওয়াঘা সীমান্তে দুই দেশের সেনাকে হোলি পালন করতে দেখার অভিজ্ঞতা কম নয়। সঙ্গে স্বর্ণমন্দির, লঙ্গরের হাতছানি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -