Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Wear Mask At Home : বাড়িতেও পরুন মাস্ক, এবার নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের
এবার বাড়িতেও মাস্ক পরে থাকার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রকের । করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রকের । কিন্তু বাড়িতে মাস্ক কেন ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেথা যাচ্ছে, বাড়ির একজনের কারও সংক্রমণ হলেই, অন্যদের মধ্যে তা ছড়িয়ে পড়ছে সঙ্গে সঙ্গে। বাড়িতেও মাস্ক পরে থাকলে এই সংক্রমণ এড়ানো যেতে পারে বলেই মনে করছেন চিকিত্সকরা।
তবে যে কোনও মাস্ক নয়, বাড়িতে এন- ৯৫ মাস্ক পরারই পরে থাকার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা।
দেশে যে হারে করোনা বৃদ্ধি পাচ্ছে, তাতে খুব প্রয়োদন ছাড়া বাইরে না যাওয়ারই পরামর্শ দিয়েছে মন্ত্রক। সেই সঙ্গে বাড়িতে অতিথিদের ডাকা থেকেও বিরত থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।
‘একজন সংক্রমিত একমাসে ৪০৬ জনকে আক্রান্ত করতে পারে’ বলে বিশেষজ্ঞদের মত। মাস্ক পরে থাকা এই বিপদ অনেকাংশেই কমিয়ে দিতে পারে বলে ধারণা।
পাশাপাশি অক্সিজেন নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রক। ‘দেশে যথেষ্ট অক্সিজেন মজুত আছে, অক্সিজেন পরিবহণের সমস্যা দ্রুত সমাধান করা হচ্ছে। জানানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে।
ভারত বায়োটেক ও সিরাম ইনস্টিটিউটকে দাম কমাতে বলল কেন্দ্র, খবর পিটিআই সূত্রে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -