Cyclone Tauktae তওতের তাণ্ডবে গুজরাতে মৃত ১৭, আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন প্রধানমন্ত্রীর
ঘূর্ণিঝড় তওতের তাণ্ডবে গুজরাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। ভাবনগরে মারা গিয়েছেন পাঁচজন। বাকিরা আমরেলি সহ আরও ৮ জেলার বাসিন্দা। আকাশপথে এদিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগুজরাতের উপকূলবর্তী এলাকাগুলিতে ধ্বংসের ছবি স্পষ্ট। সোমবার রাতে গুজরাতে আছড়ে পড়ে তওতে। সেই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৫ কিমি। বিভিন্ন জায়গায় বাড়িঘর, রাস্তাঘাটের ক্ষতি হয়েছে। গাছ উপড়ে পড়েছে, ভেঙে গিয়েছে বিদ্যুতের খুঁটি।
গতকাল গুজরাতের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে। প্রায় ৩৫টি তালুকায় এক ইঞ্চির বেশি জল দাঁড়িয়ে রয়েছে। আমেদাবাদ শহরের অনেক অংশে হাঁটুসমান জল।
মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের ফলে রাজ্যে ১৬ হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত, ৪০ হাজারের বেশি গাছ এবং ১ হাজারের বেশি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। তাঁর মতে, পরিস্থিতি স্বাভাবিক হতে বুধবার লেগে যাবে।
গুজরাতের অতিরিক্ত মুখ্যসচিব(রেভিনিউ) পঙ্কজ কুমার জানান, গতরাতে দেড়টা নাগাদ গুজরাতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় তওতে। আম্রেলি, গির সোমনাথ, জুনাগড়, পোরবন্দর, রাজকোট, ভাবনগর এবং বোতাড়ার মতো জেলাগুলি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত।
গুজরাত প্রশাসন জানিয়েছে, রাজ্যে ১৫৯টি রাস্তা ক্ষতিগ্রস্ত। এছাড়া বিভিন্ন কারণে ১৯৬টি রাস্তা ব্লক হয়ে রয়েছে। এর মধ্যে এখনও পর্যন্ত ৪৫টি রাস্তা গাড়ি চলাচলের জন্য পরিষ্কার করে দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে ২ হাজার ৪৩৭টি গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। এর মধ্যে ৪৮৪টিতে ইতিমধ্যেই পরিষেবা স্বাভাবিক করা হয়েছে।
সমুদ্রে খারাপ অবস্থার সময় ভেরাভাল পোতাশ্রয় এলাকায় জেলেদের একটি নৌকা আটকে পড়ে। সেখান থেকে আট মৎস্যজীবীকে উদ্ধার করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।
এছাড়া খারাপ আবহাওয়া চলাকালীন প্রতিবেশী রাজ্য মহারাষ্ট্রের সতপতি উপকূলে একটি ভ্রাম্যমাণ জাহাজ আটকে পড়ে। সেখান থেকে আট ক্রু সদস্যকে উদ্ধার করে দমনের সিজে বিমানঘাঁটিতে থাকা দুটি হেলিকপ্টার।
গুজরাতের পরিস্থিতি খতিয়ে দেখতে আজ, বুধবারাই সেখানে পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী। হেলিকপ্টারে চেপে উনা, দিউ, জাফরাবাদ ও মাহুভার পরিস্থিতি খতিয়ে দেখেন নরেন্দ্র মোদি।
এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ নয়াদিল্লি থেকে গুজরাতের উদ্দেশ্যে রওনা দেন তিনি। ভাবনগরে পৌঁছে সেখান থেকে চপারে বসে সরেজমিনে পরিস্থিতি দেখা শুরু করেন প্রধানমন্ত্রী।
আকাশপথে উনা, দিউ, জাফরাবাদ ও মাহুবা পরিদর্শন করেন। পাশাপাশি, গির থেকে শুরু করে সোমনাথ, ভাবনগর ও আমরেলিও ঘুরে দেখেন তিনি। পরিদর্শন পর্ব শেষের পর আমদাবাদে একটি রিভিউ মিটিং করারও কথা প্রধানমন্ত্রীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -