Independence Day: দেশবাসীদের বাড়িতে তেরঙা টাঙানোর আর্জি, স্বাধীনতা দিবস উদযাপানে 'হর ঘর তিরঙ্গা' অভিযান কেন্দ্রের
রাজধানীতে শুরু হয়ে গেল স্বাধীনতা দিবস উদযাপন। শুক্রবার সকালে জগদীপ ধনকড় দিল্লির প্রগতি ময়দান থেকে 'হর ঘর তিরঙ্গা'বাইক র্যালিতে অংশগ্রহণ করে পতাকা প্রদর্শন করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএ দিন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি, অনুরাগ ঠাকুর, শোভা করন্দলাজ, পীযূষ গোয়েলসহ এবং অন্যান্যরা কেন্দ্রীয় মন্ত্রীরাও এই সমাবেশে অংশ নেন।
গত বছর ৭৫তম স্বাধীনতা দিবসে ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অভিযানটি শুরু করেন।
এই বছর ৭৬ তম স্বাধীনতা দিবসের আগেও রাজধানীতে একটি বাইক র্যালির মাধ্যমে প্রচারটি আবার শুরু হল।
কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন সিংহ মেঘওয়ালের আবেদন, প্রত্যেক দেশবাসীর ১৫ অগাস্ট ও ২৬ জানুয়ারিতে নিজেদের বাড়িতে তেরঙা লাগানো উচিত।
তিনি বলেছেন, 'প্রত্যেক দেশবাসীর কর্তব্য বাড়িতে জাতীয় পতাকা লাগানো।
তিনি আরও বলেন,চলতি বছরের ১৫ অগাস্ট আজাদি কা মহোৎসব উৎযাপন শেষ হচ্ছে, তাই মুহূর্তটাকে বিশেষ বানানো সকলের দায়িত্ব।'
আজাদি কা মহোৎসব উৎসবের উপযাপনের কথা মাথায় রেখে প্রত্যেক দেশবাসীকে নিজেদের বাড়িতে তেরঙা টাঙানোর কথা বলেছেন অনুষ্ঠানে হাজির কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডিও।
'হর ঘর তেরঙ্গা' গত বছর এক অভাবনীয় সাফল্য পেয়েছিল। অনেক নাগরিক তাঁদের বাড়িতেই জাতীয় পতাকা লাগিয়েছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -