G20 Summit: জার্মানিতে নরেন্দ্র মোদি, প্রধানমন্ত্রীর সঙ্গে একফ্রেমে বাইডেন-জাস্টিন-ইমানুয়েল
জি-সেভেন সামিটে একমঞ্চে বিশ্বের বিভিন্ন দেশের প্রধানরা। সোমবারই জি-সেভেনের মঞ্চে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকরের সঙ্গে দেখা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায় সবাইকে। একফ্রেমে এসেছেন মোদি-বাইডেন, মোদি-ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলতে দেখা যায় নরেন্দ্র মোদিকে।
জার্মানিতে হচ্ছে জি-সেভেন সামিট। সেখানে যোগ দিয়েছেন নরেন্দ্র মোদিও। জার্মানিতে মোদিকে স্বাগত জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ।
জি-সেভেন গোষ্ঠীভুক্ত দেশগুলির পাশাপাশি সেখানে উপস্থিত আরও একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা। একাধিক বিষয়ে আলোচনাও হয় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এবং আর্জেন্টিনার প্রেসিডেন্টের সঙ্গেও আলাদা আলাদা করে কথা বলেছেন নরেন্দ্র মোদি।
২৬ জুন ও ২৭ জুন, এই দুদিনের সফরে জার্মানিতে রয়েছেন নরেন্দ্র মোদি। একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে। পরিবেশ, শক্তি, জলবায়ু, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য-সহ একাধিক বিষয়ে আলোচনা হওয়ার কথা।
জি-সেভেন গোষ্ঠীর দেশগুলির সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকও হয়েছে মোদির।
জার্মানি থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে যাওয়ার কথা নরেন্দ্র মোদির। ২৮ জুন ইউনাইটেড আরব এমিরেটসে যাবেন মোদি। সব ছবি: পিটিআই এবং প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেল
- - - - - - - - - Advertisement - - - - - - - - -