Hanuman Jayanti 2022: গুজরাতে হনুমান জয়ন্তীতে ১০৮ ফুট বজরংবলী মূর্তি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আজ হনুমান জয়ন্তী । সারা দেশ জুড়ে চলছে বীর হনুমানের আরাধনা। শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুজরাতের মরবিতে ভগবান হনুমানের ১০৮ ফুট মূর্তি উন্মোচন করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রধানমন্ত্রী সিমলার হনুমান মূর্তির উল্লেখ করে বলেন, ' আজ মরবিতে নতুন হনুমান মূর্তিটি প্রতিষ্ঠিত করা হল। ' রামেশ্বরম এবং পশ্চিমবঙ্গেও আরও দুটি মূর্তি স্থাপন করা হবে বলে জানান নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী মোদি এও বলেছেন , দেশের বিভিন্ন জায়গায় রাম কথার আয়োজন করা হয়। যার ভাষা যাই হোক না কেন, রাম কথা সকলকে একত্রিত করে। এটাই ভারতীয়দের বিশ্বাসের শক্তি। আমাদের আধ্যাত্মিকতা, আমাদের সংস্কৃতি এবং আমাদের ঐতিহ্য বলেন তিনি।
দেশজুড়ে হনুমানের ভক্তরা হনুমান জয়ন্তী উৎসব পালন করে। হনুমান চালিসা ও বজরং বান পাঠ করে হনুমান জয়ন্তী পালন করা হয়।
হনুমান মূর্তির গায়ে সিঁদুর, লাল চন্দন লাগানো হয়। ধূপ-ধুনো, খাঁটি ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে আরতি করা হয়। এই দিনে হনুমানজির প্রসাদ হিসেবে গুড়, ভেজানো বা ভাজা ছোলা, বেসন লাড্ডু রাখা হয়।
সারা দেশ জুড়ে চলছে বীর হনুমানের আরাধনা চলছে আজ। শুধু মোদি নন, দেশবাসীকে এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
এই মূর্তিটি হনুমানজি ৪ ধাম প্রকল্পেরই ভাগ। দেশের ৪ প্রান্তে ৪ টি মূর্তর মধ্যে দ্বিতীয় মূর্তি এটি। ভগবান হনুমানের জন্মদিনে এই নতুন মূর্তি দেখার আগ্রহ প্রকাশ করেছেন অনেক ভক্তই।
২০১০ সালে হিমাচল প্রদেশের সিমলায় স্থাপিত হয়। দক্ষিণে রামেশ্বরমে তৃতীয় মূর্তিটির কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
এদিন সকাল ১১ টা নাগাদ এই মূর্তি উন্মোচন করেন মোদি। মোদির গড় গুজরাতে বছরের শেষেই রয়েছে ভোট। সেখানে বিধানসভা নির্বাচন ২০২২ সালের ডিসেম্বর নাগাদ হতে পারে ।
মোদি বলেন, শক্তি, সাহস, সংযমের প্রতীক ভগবান হনুমান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -