Yogi Adityanath Plays Holi : ঢাল-ঢোল, আবির-গুলাল, গোরক্ষপুরে লক্ষ জনতার মাঝে রথে যোগী
বুলডোজারে বিরোধীদের গুঁড়িয়ে, উত্তরপ্রদেশের কুর্সিতে ফের যোগী আদিত্যনাথ। ৩ দশক পর, উত্তরপ্রদেশে টানা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরল কোনও সরকার। যোগীর সরকার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাই এবারের হোলির তাৎপর্য কিছুটা আলাদাই বিজেপির কাছে। তাই এবার উত্তরপ্রদেশে হোলির রং গেরুয়া। চোখ ধাঁধানো হোলি হল উত্তরপ্রদেশে।
বিজেপির থেকে অনেক পিছনেই অখিলেশের সমাজবাদী পার্টি। কোনও দাগ কাটতেই পারেনি কংগ্রেস। বিশাল জনসমর্থন এবার বিজেপির সঙ্গে। তার প্রতিফলন দেখা গেন রাস্তাতেও।
কোভিড বিধি ভুলে হাজার হাজার মানুষ পথে নামলেন আদিত্যনাথকে দেখতে। বাজল বাজনা।
লাল-নীল-গোলাপি-লালের মেলা বসে গেল। আর রাজপথে রথে চড়ে আবির্ভূত হলেন যোগী আদিত্যনাথ। গোরক্ষপুরের রাস্তা রঙে রঙে রঙিন হয়ে উঠল।
বাজল বাজনা। উঠল যোগীর স্লোগান। আগামী ২৫ তারিখ শপথ যোগীর। তার আগেই যোগী হাজির জনতার মাঝে।
৩ দশক পর, উত্তরপ্রদেশে টানা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরল কোনও সরকার। রেকর্ড গড়েছে বিজেপি। নরেন্দ্র মোদিকে ঐতিহাসিক জয় উপহার দিয়েছেন যোগী।
গোরক্ষপুর থেকে ৮১ হাজারেরও বেশি ভোটে জয়ী হলেন যোগী আদিত্যনাথ। তাই সেই গোরক্ষপুরবাসীকে আন্তরিক ধন্যবাদ জানালেন তিনি এভাবেই পথে নেমে।
লোকসভা ভোটের দু’বছর আগে, উত্তরপ্রদেশের ভোটকে অনেকে দেখছিলেন লিটমাস টেস্ট হিসেবে। সেই পরীক্ষায় সসম্মানে উতরে গেল বিজেপি। তারপরই আলাদা রং পেল গোরক্ষপুরের রাস্তা।
রেকর্ড গড়ে ক্ষমতায় ফিরলেন যোগী আদিত্যনাথ। যোগীরাজ্যে উড়ল গেরুয়া আবির। ছবি - এএনআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -