Holi 2022: রঙের কেমিক্যাল নিয়ে চিন্তায় ? কীভাবে সুরক্ষিত রাখবেন চামড়া ?
দরজায় কড়া নাড়ছে হোলি। ছোট থেকে বড় প্রত্যেকেই এই দিনটায় উৎসবে মেতে ওঠেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশেষ এই দিনে রং খেলায় মেতে ওঠেন সকলে। কিন্তু, দোকান থেকে কেনা রঙে থাকা ক্ষতিকর দিক নিয়ে চিন্তা থেকে যায়। যার প্রভাব পড়তে পারে চামড়ায়।
কীভাবে রঙের ক্ষতিকারক কেমিক্যাল থেকে নিজের চামড়াকে সুরক্ষিত রাখবেন ? এক্ষেত্রে রয়েছে একাধিক উপায়।
রং খেলার পর তিন থেকে চারদিন তা চামড়ায় থেকে যায় ঠিকই। পরবর্তীকালে জল লাগতে লাগতে তা উঠেও যায়। কিন্তু কয়েকটা পদ্ধতি মেনে চললে রং থেকে নিজের চামড়াকে সুরক্ষিত রাখা যাবে।
রঙের ক্ষতিকারক দিক ঠেকাতে তেল খুবই কার্যকরী। কাজেই রং খেলার আগে সংশ্লিষ্ট জায়গায় তেল মেখে নিন।
এর ফলে রং চামড়ায় লেগে থাকবে না। সহজেই তা ধুয়ে ফেলতে পারবেন। রং খেলার আগেই এই সতর্কতা অবলম্বন করুন। তেল রং গলিয়ে দিতে সাহায্য করে। এরপর ভাল কোনও ফেস ওয়াশ ব্যবহার করে রং তুলে ফেলুন।
প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি রং ব্যবহার করতে পারেন। বিশেষ করে ফুল থেকে তৈরি ভেষজ রং কৃত্রিম রঙের মতো চামড়ার ক্ষতি করে না।
তাছাড়া রঙের ক্ষতিকর দিক থেকে বাঁচতে ফুল হাতা জামা ও ফুল প্যান্ট পরুন।
গরম জল ব্যবহার করলে রং চামড়ায় লেগে থাকতে পারে। তাই প্রথমে কোনও কাপড় বা শুকনো হাত দিয়ে রং তুলে নিন। তারপর ঠান্ডা জলে তা ধুয়ে নিন।
হোলি খেলার দিনে নিজেকে হাইড্রেটেড রাখুন। তাতে নিজের মধ্যে শুধু শক্তি সঞ্চিত থাকবে তা-ই নয়, রঙের কেমিক্যালের প্রভাবে চামড়া শুকিয়েও যাবে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -