Qutab Minar: অধরা স্বপ্ন নিয়েই চলে যেতে হয়েছিল খিলজিকে, কুতুব মিনারের অজানা দাস্তান
দিল্লি গিয়ে কুতুব মিনার দর্শন করেননি, এমন মানুষের সংখ্যা হাতেগোনা। ইন্দো-ইসলামি স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠনিদর্শন কুতুব মিনার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইট দিয়ে তৈরি পৃথিবীর উচ্চতম স্তম্ভ হল কুতুব মিনার। উচ্চতা প্রায় ৭৩ মিটার। এর মধ্যে ৩৭৯ ধাপের সিঁড়ি রয়েছে। এর ভিতের ব্যাসার্ধ ১৩.৩২ মিটার। ২.৭৫ মিটার ব্যাসার্ধ এর চূড়ার অংশের।
কুতুবউদ্দিন আইবকের নামে নামাঙ্কিত বলে মনে করা হলেও, এ নিয়ে দ্বিমত রয়েছে ইতিহাসবিদদের মধ্যে। বাগদাদের সন্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির অনুরাগী ইলতুৎমিস স্মৃতিতেই কুতুব মিনার তৈরি করেন বলে মনে করেন অনেকে।
প্রার্থনার জন্যই নির্মিত হয়েছিল কুতুব মিনার। এর চার পাশে অন্য অনেক সৌধ রয়েছে। ইউনেস্কোর ঐতিহ্য তালিকায় সেটি রয়েছে।
কুতুব মিনারকে ঘিরে রয়েছে অজস্র ঐতিহাসিক সৌধ, যার মধ্যে উল্লেখযোগ্য হল লৌহ স্তম্ভ, উয়ত-উল-ইসলাম মসজিদ, আলাই দরওয়াজা, ইলতুৎমিসের সমাধি, আলাই স্তম্ভ, আলাউদ্দিনের মাদ্রাসা এবং সমাধি, ইমাম জামিনের সমাধি।
বজ্রপাতের জেরে কুতুবমিনারের উপরের তলটি ক্ষতিগ্রস্ত হয়। সেটির পুনর্নির্মাণ করেন ফিরোজ শাহ তুঘলক। তাই কুতুব মিনারের অন্য অংশের তুলনায় সেটি দৃশ্যতই আলাদা। কারণ উপরের অংশটি সাদা মার্বেল দিয়ে তৈরি।
আগে কুতুব মিনারের চূড়া পর্যন্ত যাওয়ার অনুমতি ছিল সাধারণ মানুষের। কিন্তু ১৯৮১ সালের ৪ ডিসেম্বর বিদ্যুৎ বিপর্যয়ের পর সেখানে অন্ধকারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৪৫ জনের। তার পর থেকেই কুতুব মিনারের ভিতরে ঢোকা নিষিদ্ধ।
‘তেরে ঘর কে সামনে’ ছবির ‘দিল কা ভওয়র করে পুকার’ গানের শ্যুটিং কুতুব মিনারেই করতে চেয়েছিলেন দেব আনন্দ। কিন্তু কুতুব মিনারের সঙ্কীর্ণ অলিন্দে ক্যামেরা রাখতে অসুবিধা হয়। তাই কুতুব মিনারের অনুকরণে নকল স্তম্ভ তৈরি করে তার ভিতরেই শ্যুটিং সারেন দেব আনন্দ।
২০০০ বছর আগে নির্মিত হলেও কুতুব মিনারের লৌহ স্তম্ভে আজও জং ধরেনি, যা বিরল ঘটনা বলে মনে করেন বিশেষজ্ঞরা।
কুতুব মিনারের মতো দেখতে, উচ্চতায় দ্বিগুণ আরও একটি স্তম্ভ নির্মাণের পরিকল্পনা ছিল আলাউদ্দিন খিলজির। তার কাজও শুরু করে দেন তিনি। কিন্তু ২৭ মিটার উচ্চতা পর্যন্ত যথন পৌঁছয় নির্মাণকার্য, সেই সময় মৃত্যুশয্যায় খিলজি। তাতেই ওই স্তম্ভের কাজ এগিয়ে নিয়ে যেতে রাজি হননি কেউ। কুতুব মিনাররে উত্তরের আলাই স্তম্ভই সেই অসম্পূর্ণ স্তম্ভ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -