Delhi Night Curfew: থমথমে রাস্তাঘাট, করোনা আতঙ্কে দিল্লিতে জারি নাইট কার্ফু
গমগম করছে রাস্তা, আড্ডার মেজাজে অলস পায়ে ঘুরে বেড়াচ্ছে মানুষজন। কোথাও আইসক্রিম হাতে খেলা করছে বাচ্চারা। দিল্লির কর্ণট প্লেসের এই ছবিটা বদলে গিয়েছে এক ধাক্কায়। করোনা আবহে নয়াদিল্লিতে জারি নাইট কার্ফু। তার জেরেই, দিল্লির প্রানকেন্দ্র যেন যুদ্ধক্ষেত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ছবি কর্ণট প্লেসের। ফাঁকা রাস্তায় ক্রমাগত চলছে পুলিশের মাইকিং। দেওয়া হচ্ছে সতর্কবার্তা।
ভয় ধরাচ্ছে করোনা। দ্রুত বাড়ছে সংক্রমণের হার। একদিনে করোনায় আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ১৬ হাজারের কাছাকাছি। একদিনে মৃতের সংখ্যা বাড়ল ৪০ শতাংশের বেশি।
প্রাথমিকভাবে দিল্লি সরকার জানিয়েছে, ৩০ এপ্রিল পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু। অত্যাবশ্যকীয় প্রয়োজনে যাতায়াতে অবশ্য ছাড় থাকছে।
নাইট কার্ফু চলাকালীন করোনা টিকাকরণ সংক্রান্ত বিষয়ে যাতায়াতে ছাড় থাকছে। পাশাপাশি চিকিৎসক, নার্স, চিকিৎসা ক্ষেত্রে যুক্ত সমস্ত কর্মী ও সংবাদমাধ্যমের কর্মীদের চলাচলে নিষেধাজ্ঞা থাকছে না। তবে তাদের নাইট কার্ফুতে বাইরে বেরোতে হলে পরিচয়পত্র সঙ্গে থাকা আবশ্যিক। আপদকালীন চিকিৎসা প্রয়োজনীয়তা, অন্তঃস্বত্ত্বা মহিলাদের প্রয়োজনে যাতায়াতেও থাকছে ছাড়। বিমানবন্দরে বা ট্রেন স্টেশনে যাওয়ার পথেও টিকিট সঙ্গে থাকা বাধ্যতামূলক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -