Yaas Cyclone in Odisha:ওড়িশার উপকূলে ইয়াসের তাণ্ডব, দেখুন ধ্বংসচিত্র
পূর্বাভাস মতোই ওড়িশার বালেশ্বরে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ইয়াস। প্রবল হাওয়া, ভারী বৃষ্টিতে জলের তলায় একের পর এক গ্রাম। পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতে তাণ্ডব চালাল এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। ( ছবি-ওড়িশার চণ্ডীপুরের ঘেরি গ্রামে ঝড়ের দাপটে ভেঙে রাস্তায় পড়ে বিদ্যুতের খুঁটি )
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসকাল নটা নাগাদ সেই বালেশ্বরেই ১৩০ থেকে ১৪০ কিলোমিটার গতিতে আছড়ে পড়ে ইয়াস।ল্যান্ডফলের পর থেকে তিনঘণ্টা ধরে চলে তাণ্ডব।আর তারপর?সুন্দর সাজানো গোছানো জনপদের চেহারাটাই যেন একপ্রকার বদলে দিয়েছে ইয়াস।(ছবি- জলমগ্ন বালেশ্বরের ঘেরি গ্রাম)
যতদুর চোখ যায় শুধু জল আর জল। বালেশ্বরের উপকূলবর্তী গ্রামগুলির চাষের জমিতে ঢুকেছে জল।(ছবি- বালেশ্বরের ঘেরিগ্রামে চালার ওপর শিকড় সহ উপড়ে পড়েছে গাছ)
ইয়াসের ‘ছো মেরে নিয়ে যাওয়া’ প্রবল হাওয়ায় উপড়ে গিয়েছে একের পর এক গাছ।বালেশ্বরে বড়-ছোট, একাধিক গাছ পড়ে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। (ছবি-বালেশ্বরের ঘেরির ছবি-রাস্তায় ভেঙে পড়েছে গাছ)
বালেশ্বর জেলার বাকি অংশের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ।(ছবি-ঘেরি গ্রামে বাড়ির একাংশের ওপর উল্টে পড়েছে গাছ)
গ্রামের অধিকাংশ বাসিন্দাকেই সাইক্লোন রিলিফ সেন্টারে নিয়ে যাওয়া হলেও, কিছু মানুষ এই দুর্যোগের মধ্যেও ভিটেমাটি আকড়ে পড়ে রয়েছেন। (ছবি-কেন্দ্রাপাড়ার গ্রামে মোটরসাইকেলের ওপর উল্টে পড়েছে টিনের গুমটি)
পশ্চিমবঙ্গ ঘেঁষা বালেশ্বরের পরেই ভদ্রক জেলার ধামড়াতেও ধ্বংসলীলা চালিয়েছে ইয়াস। বেশ কয়েকটি গ্রাম জলের তলায় চলে গিয়েছে বলে খবর। ঝড়ে কারও বাড়ির চাল উড়ে গিয়েছে, তো কারও ভিটেমাটি ভেসে গিয়েছে জলে। (ছবি-ঘূর্ণিঝড়ের পর ওড়িশায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ত্রাণবিলি)
বালেশ্বর জেলার বাহানাগা ও রেমুনা ব্লক ও ভদ্রক জেলার ধামড়ার ও বাসুদেবপুরের বিভিন্ন গ্রামে ঢুকেছে সমুদ্রের নোনা জল। (ছবি-বালেশ্বরে এনডিআরএফের দল রাস্তা পরিষ্কার করছে।) ছবি সৌজন্যে পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -