Chhath Puja 2021: আজ ছটপুজোর চতুর্থ দিন, ভোরে গঙ্গা সহ বিভিন্ন জলাশয়ে আরাধনা
আজ ছটপুজোর চতুর্থ দিন। সকাল থেকেই গঙ্গা সহ বিভিন্ন জলাশয়ে চলছে পুজো। ছবি সৌজন্যে পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছটপুজো উপলক্ষে গঙ্গা সহ বিভিন্ন নদীতে চলছে পুলিশ-প্রশাসনের নজরদারি। কোনও দুর্ঘটনা যাতে না ঘটে, সেটা নিশ্চিত করার জন্য সতর্ক প্রশাসন। ছবি সৌজন্যে পিটিআই
কলকাতায় নির্বিঘ্নেই সম্পন্ন ছটপুজো। পরিবেশ আদালতের নির্দেশ মেনে কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর। ছবি সৌজন্যে পিটিআই
প্রশাসনের তৈরি করে দেওয়া বিভিন্ন অস্থায়ী ঘাটে হল পুজো। ছবি সৌজন্যে পিটিআই
গতকাল ছটপুজোর তৃতীয় দিনই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছবি সৌজন্যে পিটিআই
সূর্যদেব ও তাঁর বোন ষষ্ঠী দেবীর (ছটি মাইয়া) আরাধনা করা হয় ছটপুজোয়। ছবি সৌজন্যে পিটিআই
করোনা আবহে যাবতীয় সতর্কবার্তা মেনে ছটপুজো আয়োজন করার নির্দেশ দিয়েছে প্রশাসন। ছবি সৌজন্যে পিটিআই
ছটপুজো মূলত বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশের পূর্বাংশ ও দক্ষিণ নেপালে বড় আকারে পালিত হয়। তবে দেশের অন্যান্য রাজ্যগুলিতেও পালিত হয় এই উৎসব। ছবি সৌজন্যে পিটিআই
ছটপুজোয় বিভিন্ন ফল নিয়ে পুণ্যার্থীরা জলাশয়ে পুজো দিতে যান। ছবি সৌজন্যে পিটিআই
ছটপুজোয় অনেকেই ৩৬ ঘণ্টা উপবাস করে থাকেন। ছবি সৌজন্যে পিটিআই
পরিবার-পরিজন, বন্ধুদের সঙ্গে ছটপুজোর উৎসবে মেতে ওঠেন অসংখ্য মানুষ। ছবি সৌজন্যে পিটিআই
ছটপুজোর তৃতীয় দিনে অস্তগামী সূর্যের প্রতি প্রথম অর্ঘ্য দেওয়া হয়। এরপর আজ ভোরে সূর্যোদয়ের পর ফের অর্ঘ্য দেওয়ার মাধ্যমে উপবাস ভঙ্গ হল। ছবি সৌজন্যে পিটিআই
পরিবার-পরিজনের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে ছটপুজো করা হয়। ছবি সৌজন্যে পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -