Children of Indian Politicians: নির্মলা, রাজনাথ, মুলায়ম, ছেলেমেয়েকে বিদেশে পড়তে পাঠিয়েছেন এঁরা
ভোটের বাজারে শিকড়ের টানের জিগির ওঠে। দামি গাড়ি থেকে আচমকাই মাটির কাছাকাছি পৌঁছতে দেখা যায় রাজনীতিকদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু ছেলেমেয়ের পড়াশোনার সঙ্গে আপস করতে রাজি নন ভারতীয় রাজনীতিকরা। তাই মুলায়ম সিংহ যাদব থেকে বসুন্ধরা সিন্ধিয়া, এমনকি এস জয়শঙ্কর, এঁদের ছেলেমেয়েরা বিদেশেই পড়াশোনা করেছেন।
গ্বালিয়রের মহারাজের মেয়ে বসুন্ধরা সিন্ধিয়া। পড়াশোনা, রাজনীতি সব কিছুই এ দেশে তাঁর। ছেলে দুশ্যন্তও এখন বিজেপি-র সাংসদ। কিন্তু রাজনীতিতে আসার আগে আমেরিকার জনসন অ্যান্ড ওয়েলস ইউনিভার্সিটি থেকে এমবিএ করেন তিনি।
নিজের দুই ছেলেকে বিদেশ থেকে পড়াশোনা করিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির কুলপতি মুলায়ম সিংহ যাদব। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি থেকে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর স্তরের পডাশোনা করেন অখিলেশ।
বাবার পথে হেঁটে পরবর্তী কালে রাজনীতিতে যোগ দেন অখিলেশ। তিনিও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন। মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদবও লিডস ইউনিভার্সিটি লন্ডন থেকে এমবিএ করেন। তবে রাজনীতি থেকে দূরে তিনি।
কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এখন কেন্দ্রের বিজেপি-র মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর ছেলে মহার্যমান আমেরিকার ইয়েল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। এখন পারিবারিক ব্যবসা দেখেন।
রাষ্ট্রীয় লোক দলের প্রধান চৌধরি অজিত সিংহ দীর্ঘদিন কেন্দ্রের মন্ত্রী ছিলেন। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধরি চরণ সিংহ তাঁর বাবা। ছেলে জয়ন্ত চৌধরিকে লন্ডন স্কুল অফ ইকনমিকস থেকে পড়াশোনা করিয়েছিলেন অজিত। তাঁর মৃত্যুর পর রাষ্ট্রীয় লোকদলের রাশভার এখন জয়ন্তের হাতেই।
রেল, গ্রাহক পরিষেবা, বাণিজ্য, বস্ত্র-সহ একাধিক মন্ত্রক সামলানোর অভিজ্ঞতা রয়েছে পীযূস গয়ালের। তাঁর মেয়ে রাধিকা হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক হন। ছেলে ধ্রুবও হার্ভার্ড ইউনিভার্সিটিরই অর্থনীতির ছাত্র। এখন সেখান থেকে এমবিএ করছেন।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জওড়েকরের ছেলে অপূর্ব বস্টন ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পূর্ণ করেছেন।
দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের ছোট ছেলে নীরজ ব্রিটেনের ইউনিভার্সিটি অফ লিডস থেকে এমবিএ করেছেন।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মেয়ে ভঙ্গময়ী সাংবাদিকতা নিয়ে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করেছেন আমেরিকার ইলিনয়ের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ছেলে ধ্রুব আমেরিকার জর্জটাউন ইউনিভার্সিটি থেকে স্নাতকস্তরের পডা়শোনা করেছেন। জয়শঙ্করের মেয়ে মেধা আমেরিকার ওহায়োর ডেনিসন ইউনিভার্সিটি থেকে চলচ্চিত্র নিয়ে স্নাতক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -