Heavy Showers In Delhi-NCR: প্রবল বর্ষণে জলমগ্ন দিল্লির রাস্তাঘাট, তীব্র যানজটে দুর্ভোগ যাত্রীদের
প্রবল বর্ষণে ব্যাহত হয়ে পড়ল দিল্লির জনজীবন। মুষলধারে বৃষ্টিতে বিভিন্ন রাস্তায় জল জমে যায়। ফলে তৈরি হয় তীব্র যানজট। অফিস বা কাজে যেতে ভোগান্তির মুখে পড়তে হয় লোকজনকে। (ছবি-পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজধানীর বিভিন্ন নিচু এলাকাতেই হাঁটুজল জমেছে। ট্রাফিক পুলিশ যাত্রীদের ভিন্ন রাস্তা ধরার পরামর্শ দেয়। (ছবি পিটিআই)
আইটিও-তে ভারী বর্ষণের পর জলমগ্ন বাহাদুর শাহ জাফর রোড দিয়ে চলছে গাড়ি। (ছবি পিটিআই)
বুধবার সকাল ছটায় দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলের কয়েক পশলা মাঝারি ও কোথা কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। (ছবি পিটিআই)
বৃষ্টির ফলে জল জমে যাওয়ায় যানজটে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় যাত্রীদের। কারণ, যানবাহন চলাচল করে খুবই ধীর গতিতে। (ছবি পিটিআই)
আইএমডি-র তথ্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় দিল্লিতে ১১২.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে, গত ১২ বছরে যা সর্বোচ্চ। (ছবি পিটিআই)
লোধি রোড, রিজ, পালাম ও আয়ানগরে সকাল সাড়ে আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যথাক্রমে ১২০.২ মিমি, ৮১.৬ মিমি, ৭১.১ মিমি ও ৬৮.২ মিমি বৃষ্টি হয়েছে। (ছবি পিটিআই)
সকালের তুমুল বৃষ্টিতে গুরুগ্রামের রাস্তাগুলিতেও জল জমে যায়। আইএমডি-র তথ্য অনুযায়ী, এখানে শেষ ২৪ ঘণ্টায় ৬৪.২ মিমি বৃষ্টি হয়েছে। (ছবি এএনআই)
জল পেরিয়ে কর্মস্থলে পথে লোকজন। (ছবি এএনআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -