Diwali 2022: ভারতের নানা কোণায় দীপাবলি উদযাপন, দেখুন তারই নানা মুহূর্ত
মহারাষ্ট্রের থানেতে দীপাবলির উৎসব। শিবসেনার উদ্ধব ঠাকরের গোষ্ঠীর সদস্য-সমর্থকদের উদ্যোগেই হয়েছে এই অনুষ্ঠান। ছবি: PTI
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appথানেতেই আরও একটি জায়গায় দীপাবলি উৎসব। নানা আলোয় সেজে উঠেছে গোটা চত্বর। ছবি: PTI
আলোর পাশাপাশি দীপাবলির পুজোর লাগে ফুল। অনেকে ফুল দিয়েও সাজান বাড়ি। গুরুগ্রামে সেরকমই একটি ফুলের বাজারে দরাদরি ক্রেতা-বিক্রেতার। ছবি: PTI
দীপাবলি উপলক্ষে প্রতিবছর ভিড় জমে কর্নাটকের চিকমাগালুরের গিরি দেবীরাম্মা মন্দিরে। দেবীরাম্মা পাহাড়ের উপর রয়েছে সেই মন্দির। ছবি: PTI
কালীপুজো-দীপাবলিতে সেজে ওঠে কলকাতাও। শহরের এক জায়গায় আয়োজিত ফানুস উৎসব। সেখানেই যোগদান উৎসাহীদের। ছবি: PTI
প্রতিবছর দীপাবলির সময় শেয়ার বাজারে মুহুরত ট্রেডিং হয়। এবারও তা হয়েছে। ঘণ্টা বাজিয়ে শুরু হয় ট্রেডিং। সেখানেই উপস্থিত বলিউড তারকা অজয় দেবগণ। ছবি: PTI
কালীপুজো-দীপাবলি মানেই বাজির উৎসব। অসমের তেজপুরে জমে উঠেছে বাডি বাজার। চলছে কেনাকাটা। ছবি: PTI
রঙ্গোলি এবং মাটির প্রদীপের সাজ দীপাবলির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এগুলি দিয়ে সাজিয়ে তোলা হয় উঠোন-বাড়ি। নাগপুরে তেমনই একটি ছবি। ছবি: PTI
দীপাবলির পুজো। ভগবান রামের পুজো মহিলাদের। পুজোয় যোগ সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদেরও। উত্তরপ্রদেশের বারাণসীতে। ছবি: PTI
নিজে হাতে দীপাবলির পুজো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। গোরক্ষপুরে ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীর পুজো যোগী আদিত্যনাথের। ছবি: PTI
- - - - - - - - - Advertisement - - - - - - - - -