Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Narendra Modi: আলোর উৎসবের আনন্দ ভাগ, কার্গিলে জওয়ানদের সঙ্গে প্রধানমন্ত্রী
পরিবার-পরিজনকে দূরে রেখে সীমান্তে অতন্দ্র প্রহরায় ব্যস্ত থাকেন জওয়ানরা। কোনও উৎসবেই পরিবারের পাশে থাকতে পারেন না। তাঁদের জন্য, তাঁদের পাশে থাকতে দীপাবলি উৎসব দেশের সেনা জওয়ানদের সঙ্গে কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারও তার ব্যতিক্রম হল না। সোমবার তিনি পৌঁছেছেন কার্গিলে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি। তখন থেকেই প্রতিবছর দীপাবলির দিন সেনা-জওয়ানদের সঙ্গে কাটান তিনি।
কার্গিলে বক্তব্য রাখার সময় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন তিনি। তিনি বলেন, 'দীপাবলির অর্থ আতঙ্কের অবসান। কার্গিল সেটা সম্ভব করেছে। কার্গিলে আমাদের বাহিনী আতঙ্কের নাশ করেছে।' তাঁর বক্তব্যে উঠে এসেছে ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে ভারতের জয়ের কথা।
মোদির সফর ঘিরে সাজ সাজ কার্গিলে। একাধিক অনুষ্ঠানের কথা আয়োজন করেছেন বাহিনীর জওয়ানরা। তার মধ্যে রয়েছে গানের অনুষ্ঠানও।
একটি ভিডিও শেয়ার করা হয়েছে মোদির টুইটার হ্যান্ডেল থেকে। সেখানে দেখা যাচ্ছে, বাহিনীর জওয়ানরা দেশাত্মবোধক গান গাইছেন। আর ঠিক পাশে দাঁড়িয়ে তালি দিয়ে তাল মেলাচ্ছেন প্রধানমন্ত্রী।
এদিন কার্গিলে সেনা কর্তাদের সঙ্গে বেশ কিছু জায়গা হেঁটে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে দীপাবলি পালন করতে প্রথমবার সিয়াচেনে গিয়েছিলেন মোদি। ২০১৫ সালে ওই দিন পঞ্জাবে ছিলেন তিনি। ১৯৬৫ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের জয়ের ৫০ বছর পূর্তি পালন করেছিলেন তিনি।
২০১৬ সালে চিন সীমান্তের কাছে জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন। ২০১৭ সালে উত্তর কাশ্মীরের গুরেজ সেক্টরে যান তিনি। ২০১৮ সালে প্রধানমন্ত্রী গিয়েছিলেন উত্তরাখন্ডের হরশিলে। ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের রাজৌরিতে জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন তিনি। গত বছর কাশ্মীরেরই নওসেরায় পৌঁছে গিয়েছিলেন তিনি।
সোমবার দেশবাসীকে দীপাবলির শুভকামনা জানান তিনি। লেখেন, ' সবাইকে দীপাবলির শুভেচ্ছা। দীপাবলি উজ্জ্বলতা এবং আলোকের সঙ্গে জড়িত। এই শুভ উৎসব আমাদের জীবনে আনন্দ ও মঙ্গল চেতনাকে আরও বাড়িয়ে তুলুক। আমি আশা করি , আপনি পরিবার এবং বন্ধুদের সঙ্গে সুন্দরভাবে দীপাবলি উদযাপন করবেন'
রবিবার অযোধ্যায় ছিলেন তিনি। সেখানে দীপোৎসবে যোগ দেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। সব ছবি: PTI এবং নরেন্দ্র মোদির টুইটার হ্যান্ডেল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -