EVM and VVPAT Match: সদ্য হওয়া বিধানসভায় ইভিএম ও ভিভিপ্যাটের পরিসংখ্যানে মিল কতটা, প্রকাশ করল নির্বাচন কমিশন
In Pics: EVM and VVPAT match count rate is published, know in details
1/10
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ঘিরে যাবতীয় শঙ্কার উত্তর দিল নির্বাচন কমিশন। রীতিমতো পরিসংখ্যান পেশ করে।
2/10
নির্বাচন কমিশনের পক্ষ থেকে সদ্য হয়ে যাওয়া চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোটের ফলাফল ঘিরে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।
3/10
মোট ৮২২ বিধানসভার ৪৪১২টি ভোটার ভেরিফায়েড পেপার অডিট ট্রেল (ভিভিপ্যাট)-র তথ্য প্রকাশ করা হয়েছে।
4/10
যেখানে দেখা গিয়েছে ইভিএম ও ভিভিপ্যাটের পরিসংখ্যানের মিল একেবারে ১০০ শতাংশই।
5/10
নির্বাচন কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে ব্যবহার হওয়া ১ হাজার ৪৯২টি, তামিলনাড়ুর ১ হাজার ১৮৩টি ভিভিপ্যাট পরীক্ষা করা হয়েছে।
6/10
কেরলের ৭২৮, অসমের ৬৪৭ ও পুদুচেরির ১৫৬টি ভিভিপ্যাট নিয়ে তার ফলাফলের সঙ্গে ইভিএমের ফলাফল মিলিয়ে দেখা হয়েছে।
7/10
ইভিএম-ভিভিপ্যাটের পরিসংখ্যানের ক্ষেত্রে ৮টি ক্ষেত্রে হিসেব মেলেনি ২০১৯ লোকসভা নির্বাচনে।
8/10
যদিও সেখানে সাতটি ক্ষেত্রেই পার্থক্য ছিল ১ থেকে ৪ ভোটের মধ্যে। একটি ক্ষেত্রে শুধু পার্থক্য ছিল ৩৪ ভোটের।
9/10
নিয়ম অনুযায়ী, যদি ইভিএম ও ভিভিপ্যাটের পরিসংখ্যানে পার্থক্য আসে সেক্ষেত্রে ভিভিপ্যাটের ভোটসংখ্যা গ্রাহ্য করা হয়ে থাকে।
10/10
এবারের বিধানসভা ভোটে একাধিক ক্ষেত্রে ইভিএম কারচুপির অভিযোগের পাশাপাশি সব ক্ষেত্রে ভিভিপ্যাট গোনার দাবি উঠেছিল, যদিও কারচুপির অভিযোগ প্রথম থেকেই নস্যাৎ করেছে নির্বাচন কমিশন।
Published at : 03 Jun 2021 05:09 PM (IST)