EVM and VVPAT Match: সদ্য হওয়া বিধানসভায় ইভিএম ও ভিভিপ্যাটের পরিসংখ্যানে মিল কতটা, প্রকাশ করল নির্বাচন কমিশন
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ঘিরে যাবতীয় শঙ্কার উত্তর দিল নির্বাচন কমিশন। রীতিমতো পরিসংখ্যান পেশ করে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনির্বাচন কমিশনের পক্ষ থেকে সদ্য হয়ে যাওয়া চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোটের ফলাফল ঘিরে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।
মোট ৮২২ বিধানসভার ৪৪১২টি ভোটার ভেরিফায়েড পেপার অডিট ট্রেল (ভিভিপ্যাট)-র তথ্য প্রকাশ করা হয়েছে।
যেখানে দেখা গিয়েছে ইভিএম ও ভিভিপ্যাটের পরিসংখ্যানের মিল একেবারে ১০০ শতাংশই।
নির্বাচন কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে ব্যবহার হওয়া ১ হাজার ৪৯২টি, তামিলনাড়ুর ১ হাজার ১৮৩টি ভিভিপ্যাট পরীক্ষা করা হয়েছে।
কেরলের ৭২৮, অসমের ৬৪৭ ও পুদুচেরির ১৫৬টি ভিভিপ্যাট নিয়ে তার ফলাফলের সঙ্গে ইভিএমের ফলাফল মিলিয়ে দেখা হয়েছে।
ইভিএম-ভিভিপ্যাটের পরিসংখ্যানের ক্ষেত্রে ৮টি ক্ষেত্রে হিসেব মেলেনি ২০১৯ লোকসভা নির্বাচনে।
যদিও সেখানে সাতটি ক্ষেত্রেই পার্থক্য ছিল ১ থেকে ৪ ভোটের মধ্যে। একটি ক্ষেত্রে শুধু পার্থক্য ছিল ৩৪ ভোটের।
নিয়ম অনুযায়ী, যদি ইভিএম ও ভিভিপ্যাটের পরিসংখ্যানে পার্থক্য আসে সেক্ষেত্রে ভিভিপ্যাটের ভোটসংখ্যা গ্রাহ্য করা হয়ে থাকে।
এবারের বিধানসভা ভোটে একাধিক ক্ষেত্রে ইভিএম কারচুপির অভিযোগের পাশাপাশি সব ক্ষেত্রে ভিভিপ্যাট গোনার দাবি উঠেছিল, যদিও কারচুপির অভিযোগ প্রথম থেকেই নস্যাৎ করেছে নির্বাচন কমিশন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -