Heavy snowfall : পুরু বরফের চাদরে গা ঢেকেছে হিমাচলপ্রদেশ, দেখুন নয়নাভিরাম ছবি
পুরু বরফের চাদরে গা ঢেকেছে হিমাচলপ্রদেশের বিভিন্ন এলাকা। তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নিচে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি সিমলার একটি ছবি সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, বরফ কেটে বার করা হয়েছে ট্রেন লাইন। তার উপর দিয়েই ছুটছে ট্রেন।
সিমলা স্টেশনও ঢেকেছে বরফে। যতদূর চোখ যায় ততদূরই বরফ।
শৈলশহর ঢেকেছে বরফে। নতুন করে বৃষ্টির পর বরফের পুরু আস্তরণে ঢেকে যায় পর্যটনকেন্দ্র।
উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি এলাকায় গত ২৪ ঘন্টায় প্রবল তুষারপাত হয়।
শনিবার রাজধানী সিমলা সহ হিমাচল প্রদেশের উচ্চতর অঞ্চলে স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়। তুষারপাতের পরে বেশিরভাগ রাস্তা অবরুদ্ধ ছিল।
প্রবল তুষারপাতের কারণে বৃহস্পতিবার বিকেল থেকে নৈনিতালের অনেক এলাকায় বিদ্যুৎ ও জল সরবরাহ বন্ধ হয়ে গেছে।
ভারী তুষারপাতে বন্ধ রাস্তা। পর্যটকদের খুশি যেন আর ধরে না।
নৈনিতাল থেকে সিমলা , সব জায়গাই বরফে ঢাকা।
ঢেকেছে গাড়ি, পথঘাট, দোকানপাট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -