Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ISRO Satellite Pics: দেখুন ছবি- বছরের প্রথম মিশন ইসরো-র
রবিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে ভারতের পোলার রকেট ভেহিকেল পিএসএলভি সি-৫১ ব্রাজিলের অ্যামাজোনিয়া-১ সহ আরও আর ১৮ টি স্যাটেলাইট নিয়ে পাড়ি দিল মহাকাশে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২৬ ঘণ্টার কাউন্টডাউনের পর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল পিএসএলভি সতীশ ধবন স্পেস সেন্টার থেকে রওনা দেয়। চলতি বছর এটাই ইসরো-র প্রথম মিশন।
প্রাইমারি স্যাটেলাইট অ্যামাজোনিয়া-১ কে উৎক্ষেপণের ১৮ মিনিট পর কক্ষপথে স্থাপন করা হয়। বাকি স্যাটেলাইটগুলি পরবর্তী দুই ঘন্টা ধরে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেওয়া হয়।
নির্ধারিত সময় সকাল ১০.২৪ টায় পিএসএলভি-র উৎক্ষেপণ হয়। এতে ছিল ব্রাজিলের ৬৩৭ কেজি ওজনের অ্যামাজোনিয়া-১। এটি অপটিক্যাল ভূপর্যবেক্ষণ উপগ্রহ। এটিই ছিল ইসরো-র রকেটের প্রধান স্যাটেলাইট।
এই স্যাটেলাইট থেকে ব্রাজিলের অ্যামাজন অঞ্চলের বনাঞ্চল হ্রাসের ব্যাপারে রিমোট সেন্সিং তথ্যের পাশাপাশি ওই অঞ্চলে কৃষির বৈচিত্র্য নিয়েও বিশ্লেষণ পাওয়া যাবে।
এটি ছাড়াও রকেটে আর যে উপগ্রহগুলি ছিল সেগুলির মধ্যে চারটি ইন-স্পেসের এবং ১৪ টি ইসরো-র বাণিজ্যিক শাখা নিউস্পেস ইন্ডিয়া (এনএসআইএল)-এর। এরমধ্যে ছিল চেন্নাইয়ের স্পেস কিডজ ইন্ডিয়া (এসকেআই)-এর সতীশ ধবন স্যাট (এসডি স্যাট)। এই মহাকাশ যানের টপ প্যানেলে খোদাই করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি।
এসকেআই জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর অভিযান ও মহাকাশ ক্ষেত্রের বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতি সমর্থন ও কৃতজ্ঞতা জানাতেই এমনটা করা হয়েছে। সেইসঙ্গে এসডি-তে ভাগবত গীতাও পাঠানো হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -