নবরূপে সেজে উঠেছে কাশী বিশ্বনাথ মন্দির, আজ আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধানমন্ত্রী
নবরূপে সেজে উঠেছে কাশী বিশ্বনাথ মন্দির, আজ আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধানমন্ত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ দুপুর ১টা নাগাদ কাশী বিশ্বনাথ মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সেখানেই নতুন করিডোরের উদ্বোধন করবেন তিনি।
৩৩৯ কোটি টাকায় তা নির্মাণ করা হয়েছে। প্রকল্পের প্রথম পর্যায়ে মোট ২৩টি ভবনের উদ্বোধন করা হবে।
নতুনভাবে সেজে ওঠা কাশী বিশ্বনাথ মন্দিরে সাধারণ মানুষের জন্য ও যাত্রীদের জন্য নানা স্যবুধা উপলব্ধ থাকবে।
যাত্রী সুবিধা কেন্দ্র, বৈদিক কেন্দ্র, সিটি মিউজিয়াম, ভিউয়িং গ্যালারি, ফুড কোর্ট থাকছে।
মন্দিরের সাড়ে পাঁচ লাখ স্কোয়ার ফিট এলাকার মধ্যে ৭০ শতাংশ বাগান তৈরি করা হয়েছে।
ললিত ঘাটের সঙ্গে সংযুক্ত মূল মন্দিরের সঙ্গে যুক্ত করিডোর নির্মাণ করা হয় বিশেষ পাথর দিয়ে।
উল্লেখ্য, ২০১৯- এর 8 মার্চ সেই কাশী বিশ্বনাথ করিডর প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মন্দিরের সঙ্গে রয়েছে ২৩টি বিল্ডিং, যা নির্মাণে খরচ পড়েছে ৩৩৯ কোটি টাকা। এদিন সেগুলিও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এদিন নরেন্দ্র মোদি যখন একদিকে কাশী বিশ্বনাথ মন্দিরের শুভ উদ্বোধন করবেন, ঠিক তখনই অন্যদিকে গুজরাটের সোমনাথ মন্দিরে পুজো দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -