Lt Col Harjinder Singh : মরদেহে শেষশ্রদ্ধা পরিবারের, চোখের জলে চিরবিদায় লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহকে
চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হন লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হল পূর্ণ মর্যাদায়
দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়্যারে তাঁর শেষকৃত্য করে মেয়ে প্রীত কৌর
এর আগে তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা জানান লেফটেন্যান্ট কর্নেলের স্ত্রী তথা মেজর(অবসরপ্রাপ্ত) অগ্নেশ পি মানিজিস ও কন্যা
উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি শেষশ্রদ্ধা জানান প্রয়াত লেফটেন্যান্ট কর্নেলকে
সমবেদনা জানান প্রয়াত লেফটেন্যান্ট কর্নেলের পরিবারকে
ভারতীয় সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে, ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী, ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার এবং অন্যান্য সামরিক কর্মকর্তারা লেফটেন্যান্ট কর্নেল হারজিন্দর সিংকে শ্রদ্ধা জানান
লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহের ফটোফ্রেম নিয়ে শোকস্তব্ধ পরিবার
চোখের জলে চিরবিদায় জানানো হয় হরজিন্দর সিংহকে
শেষকৃত্যে যোগ দেন আরও অনেকেই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -